২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রকে ৫০ ভাগ খনিজ দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

যুক্তরাষ্ট্রকে ৫০ ভাগ খনিজ দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির - ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের লিথিয়াম ও টাইটানিয়ামের মতো বিরল খনিজ সম্পদের অর্ধেকের মালিকানা দেয়ার জন্য যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা তিনি প্রত্যাখ্যান করেছেন।

‘আমি ইউক্রেনের সুরক্ষা দিচ্ছি। আমি এটি বিক্রি করতে পারি না। আমি আমার দেশকে বিক্রি করতে পারি না,’ এক সংবাদ সম্মেলনে বলেছেন তিনি।

তিনি জানান, প্রস্তাবের প্রথম খসড়া প্রত্যাখ্যান করেছেন কারণ এতে বলা হয়েছিল ইউক্রেনকে তার সম্পদের ৫০ ভাগ ছেড়ে দিতে হবে এবং এতে নিরাপত্তা নিশ্চয়তার কোনো কিছু ছিল না।

জেলেনস্কি বলেন, কিয়েভ ও যুক্তরাষ্ট্রের হিসাবে ভিন্নতা থাকলেও ইউক্রেন যুদ্ধে প্রায় ৩২০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে।

‘প্রায় ১২০ বিলিয়ন মার্কিন ডলার এসেছে ইউক্রেনের করদাতাদের কাছ থেকে। আর দু শ’ বিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়দের কাছ থেকে। যুক্তরাষ্ট্র বাজেট সহায়তার পাশাপাশি ৬৭ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছিল,’ বলছিলেন জেলেনস্কি।

এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অব্যাহত সমর্থনের বিনিময়ে যুক্তরাষ্ট্র ৫০০ বিলিয়ন ডলারের বিরল খনিজ সম্পদ চেয়েছে। জেলেনস্কি বলেছেন যে যুক্তরাষ্ট্র দাবি করে ইউক্রেনের ৯০ ভাগ সহায়তা তারা দিয়েছে, ‘কিন্তু সত্যিটা ভিন্ন’।

তবে তিনি ইউক্রেনকে সমর্থন দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে রাতভর হামলায় তারা রাশিয়ার ১৬৭টির মধ্যে ১০৬টি ড্রোন ভূপাতিত করেছে। ওডেশা, কিয়েভ, সুমি, ঝাপরিজ্জিয়া ও চেরকাসি অঞ্চলে হামলা হয়েছে। তবে এর বিস্তারিত কিছু জানানো হয়নি।


আরো সংবাদ



premium cement
ডিসেম্বরে নির্বাচন আয়োজনে ইসি কতটা প্রস্তুত বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

সকল