রাশিয়া ও চীনের সাথে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় ইচ্ছুক ট্রাম্প
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19692394_189.jpg)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি রাশিয়া এবং চীনের সাথে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনা পুনরায় শুরু করতে চান এবং তিনি আশা করেন যে তিনটি দেশই তাদের বিশাল প্রতিরক্ষা বাজেট অর্ধেকে কমিয়ে আনতে সম্মত হবে।
ট্রাম্প তার ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় দেশের পারমাণবিক প্রতিরোধক পুনর্নির্মাণে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য দুঃখ প্রকাশ করে জানান, তিনি মার্কিন প্রতিপক্ষদের কাছ থেকে তাদের নিজস্ব ব্যয় কমানোর প্রতিশ্রুতি পাওয়ার আশা করেন।
ট্রাম্প বলেন, ‘আমাদের নতুন নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো কারণ নেই। আমাদের আগে থেকেই অনেক আছে। আপনি বিশ্বকে এই অস্ত্র দিয়ে ৫০ বার, ১০০ বার ধ্বংস করতে পারেন। আর আমরা এখানে নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করছি, আর তারাও পারমাণবিক অস্ত্র তৈরি করছে।’
ট্রাম্প আরো বলেন, ‘আমরা সকলেই প্রচুর অর্থ ব্যয় করছি। এ অর্থ আমরা অন্যান্য খাতে ব্যয় করতে পারি যা অনেক বেশি উৎপাদনশীল হবে।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী স্নায়ুযুদ্ধের পর থেকেই যুক্তরাষ্ট্র ও রাশিয়া বিপুল পরিমাণ অস্ত্র মজুদ করেছে। তবে ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছিলেন যে চীনও ‘পাঁচ বা ছয় বছরের মধ্যে’ পারমাণবিক ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা অর্জন করবে।
তিনি বলেন, ‘যদি কখনো এ অস্ত্র ব্যবহার করা হয় তাহলে তা মহাবিপর্যয় ঘটাবে।’
ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনে সবকিছু ঠিকঠাক করার পর তিনি দুই দেশের সাথে পারমাণবিক আলোচনায় বসার চেষ্টা করবেন।
এর আগে, ট্রাম্প তার প্রথম মেয়াদে পরমাণু অস্ত্র হ্রাস বিষয়ক বৈঠকে চীনকে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। সে সময় যুক্তরাষ্ট্র ও রাশিয়া ‘নিউ স্টার্ট’ নামে পরিচিত একটি চুক্তি সম্প্রসারণ নিয়ে আলোচনা করছিল।
সূত্র : এপি নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা