ট্রাম্পের স্বেচ্ছায় পদত্যাগ কর্মসূচী গ্রহণ করলেন ৭৫ হাজার ফেডারেল কর্মী
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৬
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19692136_156.jpg)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বেচ্ছায় পদত্যাগ কর্মসূচী গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের প্রায় ৭৫ হাজার কর্মী।
বুধবার যুক্তরাষ্ট্রের অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্টের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
ওয়াশিংটনভিত্তিক অলাভজনক সংস্থা পার্টনারশিপ ফর পাবলিক সার্ভিসের তথ্য মতে, ২০২৩ অর্থবছরে ফেডারেল কর্মীদের ছাঁটাইয়ের হার ছিল পাঁচ দশমিক নয় শতাংশ।
এর আগে, মার্কিন জেলা বিচারক জর্জ এ ওটুল জুনিয়র পদত্যাগের প্রস্তাবকে এগিয়ে নেয়ার অনুমতি দেন। তিনি তার আগের আদেশটি বাতিল করে দেন যা সাময়িকভাবে ট্রাম্পের এ সিদ্ধান্তকে স্থগিত করেছিল।
তিনি তার রায়ে জানান, প্রস্তাব বন্ধ করার জন্য মামলা করা ইউনিয়নগুলোর প্রয়োজনীয় আইনি অবস্থান ছিল না।
ট্রাম্পের এ প্রস্তাবে ফেডারেল কর্মীদের তাৎক্ষণিক পদত্যাগের বিনিময়ে সেপ্টেম্বর পর্যন্ত আট মাসের বেতন এবং সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়। যেসব ফেডারেল কর্মচারীরা পদত্যাগ করতে চান না তাদের সশরীরে কাজে ফিরে যেতে হবে এবং তাদের কাজে ‘নির্ভরযোগ্য, অনুগত এবং বিশ্বাসযোগ্য’ হতে হবে।
স্বেচ্ছায় পদত্যাগ কর্মসূচীটি বিলিয়নিয়ার ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির একটি অংশ। ট্রাম্প এ নতুন নির্মিত এ বিভাগকে ব্যয় কমাতে এবং ফেডারেল আমলাতন্ত্রকে নিঃশেষ করার ক্ষমতা দিয়েছেন।
হোয়াইট হাউস আশা করছে যে এই পদক্ষেপের ফলে মার্কিন করদাতাদের বছরে ১০০ বিলিয়ন ডলার সাশ্রয় হবে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি ও ইউএসএ টুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা