১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

নতুন মুদ্রা ছাপাতে অর্থ দফতরকে নিষেধ করলেন ট্রাম্প

নতুন মুদ্রা ছাপাতে অর্থ দফতরকে নিষেধ করলেন ট্রাম্প - ছবি : সংগৃহীত

ক্ষমতায় বসেই ‘অপব্যয়’ কমিয়ে আমেরিকাকে শ্রেষ্ঠ আসনে বসানোর প্রতিজ্ঞা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যেই এবার বড় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার টাকশালে নতুন মুদ্রা তৈরির উপর নিষেধাজ্ঞা জারি করলেন তিনি।

সোশাল মিডিয়ায় এই তথ্য প্রকাশ্যে এনে এই বিষয়ে যুক্তিও পেশ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, আমেরিকার একটি মুদ্রা (পেনি) ছাপাতে প্রয়োজনের অতিরিক্ত খরচ হয়।

আমেরিকার খুচরো মুদ্রা পেনির মূল্য এক ডলারের মাত্র এক শতাংশ। তবে ট্রাম্পের দাবি অনুযায়ী, এই মুদ্রা ছাপাতে খরচ হয় এক ডলারের দুই শতাংশ। এই অপব্যয় পছন্দ নয় ডোনাল্ড ট্রাম্পের। ফলে ব্যয় সংকোচের লক্ষ্যে অর্থদফতরকে নির্দেশ দেয়া হয়েছে পেনি না ছাপানোর জন্য। তবে ট্রাম্পের মুদ্রা ছাপানোর উপর নিষেধাজ্ঞা জারি হলেও প্রশ্ন উঠছে পেনির ভবিষ্যৎ নিয়ে। কারণ, মার্কিন অর্থব্যবস্থায় এই পেনির ব্যবহার বিপুল।

এদিকে, ক্ষমতায় আসার পরই আমেরিকায় বাণিজ্য করা দেশগুলোর উপর বাড়তি শুল্ক বসানো নিয়ে বিতর্কের মাঝেই সোমবার নতুন বিজ্ঞপ্তি জারি করেছে হোয়াইট হাইস। যেখানে অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, আমেরিকায় ইস্পাত ও অ্যালুমিনিয়াম রফতানিকারী সবচেয়ে বড় দেশ হলো কানাডা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেক্সিকো।

আমেরিকাকে বিশ্ব আসনে সবার উপরে বসানোর লক্ষ্যে এই দুই দেশের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা। ট্রাম্পের দাবি ছিল, এই দুই দেশ থেকে সবচেয়ে বেশি মানুষ অবৈধভাবে আমেরিকায় ঢোকে। এই দুই দেশ যদি তাদের সীমান্ত সুরক্ষিত না করে, সেক্ষেত্রে বাড়তি শুল্ক চাপানো হবে তাদের উপর। যদিও শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপের মুখে বাড়তি শুল্কের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করা হয়। এবার অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ আসলে ঘুরপথে এই দুই দেশের উপরই শুল্ক চাপানো হল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

সূত্র : সিবিসি, সংবাদ প্রতিদিন ও অন্যান্য


আরো সংবাদ



premium cement
অপারেশন ডেভিল হান্ট: চুয়াডাঙ্গায় গ্রেফতার ৯ মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করল গুগল যশোরে মাইকে ঘোষণা দিয়ে বিএনপি নেতাদের ওপর আ’লীগের হামলা ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি স্ত্রীসহ সাবেক ওসি মাজহারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত সাবেক গভর্নরকে ট্রাম্পের ক্ষমা সিরাজদিখানে নিখোঁজের ১১ দিন পর লাশ উদ্ধার, আটক ৪ কোনো অন্যায়ের কাছে যুবক তরুণেরা মাথা নত করবে না : ড. শফিকুল ইসলাম মাসুদ ডিসেম্বরকে ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি পাবনায় ট্রলির ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো পুনর্গঠন করা হবে : আসিফ মাহমুদ

সকল