ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপীয়দের সাথে যুক্তরাষ্ট্রের বৈঠক চলতি সপ্তাহে
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৪
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691357_114.jpg)
রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে চলতি সপ্তাহে ইউরোপীয় কর্মকর্তাদের সাথে যুক্তরাষ্ট্রের বৈঠক হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ।
রোববার (৯ ফেব্রুয়ারি) একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
ওয়াল্টজ বলেন, ‘রুশ অর্থনীতি ভালো যাচ্ছে না। এরপর পুতিনকে আলোচনার টেবিলে নিয়ে আসতে রুশ পণ্যে শুল্কারোপ ও নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প।’
ইউক্রেনে মার্কিন সহায়তা পুনর্বহাল করতে আলোচনায় চলতি সপ্তাহ ব্যয় করবে ট্রাম্প প্রশাসন বলেও জানান তিনি। এই মার্কিন কর্মকর্তা বলেন, ‘ইউক্রেনকে সামনে এগিয়ে নিতে ইউরোপীয় মিত্রদের বড় ভূমিকা রাখা দরকার। আমাদের এই ক্ষতি পুষিয়ে নেয়া দরকার এবং সেটা হতে পারে ইউক্রেনীয়দের অংশীদারত্বে তাদের প্রাকৃতিক সম্পদ, গ্যাস ও তেলের ক্ষেত্রে ও আমাদের সম্পদ তাদের কাছে বিক্রি করার মাধ্যমে। চলতি সপ্তাহে এই আলাপ হতে যাচ্ছে।’
তিনি বলেন, ‘এখানে একটি মৌলিক বিষয় হচ্ছে, ইউরোপীয়রা যদি যুদ্ধ এগিয়ে নিতে চায়, তাহলে সেটা তাদের নিজস্ব নীতির ওপর ভিত্তি করে হতে হবে। কিন্তু প্রেসিডেন্ট এই যুদ্ধের ইতি টানতে যাচ্ছেন। নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে ইউরোপীয়দেরও সমান অংশীদারত্বে এগিয়ে আসতে হবে।‘
এর আগে পুতিনের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা; জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি এটা করেছি, ধরা যাক, আমি এটা করেছি... এবং আরো অনেক আলোচনা হবে বলে আমি মনে করছি। এই যুদ্ধ আমাদের বন্ধ করতে হবে।’
তবে ক্রেমলিনের পক্ষ থেকে এই ফোনালাপের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি।
বিভিন্ন সময়ে রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের অঙ্গীকার করেছিলেন ট্রাম্প। এ বিষয়ে আলোচনা করতে পুতিনের সাথে তার বৈঠক হবে বলেও জানিয়েছিলেন। কিন্তু এর বাইরে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
রোববার তিনি সাংবাদিকদের বলেন, একটা উপযুক্ত সময়ে পুতিনের সাথে তার বৈঠক হবে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা