ইসরাইলের কাছে ৭ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৬
ইসরাইলের কাছে আরো সাত দশমিক ৪১ বিলিয়ন ডলারের বোমা ও ক্ষেপণাস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর এর অনুমোদন দিয়েছে।
শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন এ ঘোষণা দিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার এক বিবৃতি থেকে জানা গেছে, শুক্রবার কংগ্রেসে তারা দুটি পৃথক অস্ত্র বিক্রির প্রস্তাব পাঠায়। এর মধ্যে রয়েছে ছয় দশমিক ৭৫ বিলিয়ন ডলারের বিভিন্ন ধরনের গোলাবারুদ, গাইডেন্স কিট ও অন্যান্য সামরিক সরঞ্জাম।
এছাড়াও আরেকটি চুক্তিতে ৬৬০ মিলিয়ন ডলারের এজিএম-১১৪ হেলফায়ার ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন ডিসি সফরের মধ্যেই ঘোষণাটি এলো। সেখানে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন।
এর আগে, ট্রাম্প ঘোষণা করেন যে তিনি ইসরাইলে বোমা সরবরাহের ওপর বাইডেন প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন।
গত বছরের মে মাসে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংস করার জন্য ইসরাইলের ব্যবহৃত দুই হাজার পাউন্ড ওজনের বোমাসহ একটি অস্ত্রের চালান সরবরাহ স্থগিত করেন।
গাজায় ইসরাইলের যুদ্ধে সমর্থন দেয়ার জন্য দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র সমালোচিত হয়ে আসছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ৪৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিভাগই নারী ও শিশু।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি