০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

জাতিসঙ্ঘ নিয়ে ট্রাম্পের নতুন পদক্ষেপ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - ছবি - সংগৃহীত

জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিল ইউএনএইচআরসি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারে একটি নির্বাহী আদেশে মঙ্গলবার সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশে জাতিসঙ্ঘের প্রতি যুক্তরাষ্ট্রের বরাদ্দ অনুদান সংক্রান্ত বিষয়টি পর্যালোচনার কথাও বলা হয়েছে।

এছাড়াও ফিলিস্তিনিদের জন্য জাতিসঙ্ঘের ত্রাণসংস্থা ইউএনআরডাব্লিউএ থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দেন ট্রাম্প। একইসাথে ইউনেস্কোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়েও পুনর্বিবেচনার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে, ২০১৮ সালে তার প্রথম দফার শাসনকালে ইউএনএইচআরসি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সদস্যপদ পুনঃপ্রতিষ্ঠিত করেন।

ট্রাম্পের এই ঘোষণার পরে জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, ‘জাতিসঙ্ঘের দক্ষতা ও উদ্ভাবন উন্নত করার জন্য গুতেরেস অক্লান্ত পরিশ্রম করেছেন।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের সাহায্যের কারণে জাতিসঙ্ঘ অগণিত জীবন রক্ষা করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রেও এটি অগ্রণী ভূমিকা পালন করেছে। মহাসচিব বিশ্বের এই সামগ্রিক অস্থির পরিবেশে প্রেসিডেন্ট ট্রাম্প তথা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরালো করতে আগ্রহী।’

এদিকে হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল শার্ফ যুক্তরাষ্ট্রের প্রতি জাতিসঙ্ঘের সংস্থাগুলোর বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে বলেন, ‘সাধারণভাবে এই নির্দেশের মাধ্যমে জাতিসঙ্ঘের সাথে সম্পর্ক ও অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের অনুদানের পরিমাণ পুনর্বিবেচনা করা হবে।’

ট্রাম্প জানান, জাতিসঙ্ঘ সম্ভবনাময় হলেও তা সঠিকভাবে পরিচালিত হচ্ছে না।

তিনি বলেন, ‘সব দেশের অর্থে জাতিসঙ্ঘ পরিচালিত হওয়া উচিত। অথচ সবসময়ের মতো আমরা অসামঞ্জস্যপূর্ণ অনুদান দিয়ে যাচ্ছি।’

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার শুরু থেকেই জাতিসঙ্ঘসহ বহুপাক্ষিক সংস্থাগুলোতে মার্কিন অনুদানের বিষয় নিয়ে দৃঢ়ভাবে মত প্রকাশ করেন। অন্যান্য রাষ্ট্র, বিশেষ করে ন্যাটো অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোর অনুদান বৃদ্ধির ব্যাপারে তিনি সোচ্চার ছিলেন।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
সন্তানহারা চিকিৎসক দম্পত্তি প্রতিষ্ঠা করলেন ক্যানসার ফাউন্ডেশন তিস্তা এখন উত্তরাঞ্চলের কান্না : দুলু রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ গাজীপুরে ‘দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা’ স্মারকের মোড়ক উন্মোচন রাজনীতিতে ফের সক্রিয় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা গণহত্যার বিচারের পর নির্বাচন দিতে হবে : রফিকুল ইসলাম খান হিজাব শুধু অধিকার নয়, এটি সভ্যতার উপাদানও বটে : জাবি ভিসি ছাত্র-জনতার রক্তে অর্জিত বিজয়ের ব্যত্যয় জাতির জন্য আত্মহত্যার শামিল : অ্যাডভোকেট জুবায়ের প্রতি বছর সরকারি চাকরিজীবীদের বেতন ৫ শতাংশ বাড়ানোর সুপারিশ ফেনী যুবদলের নেতৃত্বে নাসির-বরাত নীলফামারীতে অর্ধকোটি টাকার হিরোইন আটক

সকল