ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউজের স্প্যানিশ ভাষার পেজ বন্ধ করে দিয়েছে
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:৩৭
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হোয়াইট হাউজের স্প্যানিশ ভাষার ওয়েব পেজ বন্ধ করে দিয়েছে।
এএফপি এ খবর জানিয়েছে।
সপ্তাহের শুরু থেকে whitehouse.gov/es-এ ক্লিক করলে ইন্টারনেট ব্যবহারকারীরা হোয়াইট হাউজের একটা ছবির নিচে পেজ নট ফাউন্ড’ (পাতাটি খুঁজে পাওয়া যায়নি) দেখছে। তারপর যেখানে লেখা আছে- গো টু হোম পেজ।
ট্রাম্প প্রশাসনের এইরূপ পদক্ষেপ সমালোচনার মুখে পড়েছে। আমেরিকার ডেমক্র্যাটিক পার্টির সিনেটর চাক শুমার সোস্যাল মিডিয়া এক্সে স্পেনিশ ভাষার পেজটি পুনর্বহালের দাবি জানিয়েছেন।
হিসপানিক কাউন্সিল থিঙ্ক ট্যাঙ্কের মতে, আমেরিকাতে চার কোটি তিন লাখ মানুষ আছে, যারা স্পেনিশ ভাষায় কথা বলে। হিসপানিক বলতে সেইসব সাদা মানুষদের বোঝায় যাদের মূল ইউরোপ নয়, যাদের শিকড় হচ্ছে ল্যাটিন আমেরিকা।