২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়াকে কর-শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করেন, তাহলে রাশিয়া উচ্চ মাত্রার কর, শুল্ক ও নিষেধাজ্ঞার মুখে পড়বে বলে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের ট্রুথ সামাজিক প্ল্যাটফর্মে দেয়া একটি পোস্টে রাশিয়ার মানুষের জন্য ‘ভালোবাসা’ এবং ভ্লাদিমির পুতিনের সাথে ‘সুসম্পর্কের’ বর্ণনা দিয়ে শুরু করেন। এরপর তিনি সরকারি সরাসরি হুমকি দিয়েছেন, ‘এই অহেতুক যুদ্ধ বন্ধ করুন’।

তিনি লিখেছেন, ‘এটা শুধু চরম খারাপের দিকে দিকে। আমরা যদি খুব তাড়াতাড়ি একটি চুক্তি করতে না পারি, তাহলে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে বিক্রি করা জিনিসপত্রের ওপরে বড় ধরনের কর, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া আমার সামনে আর কোনো উপায় থাকবে না।’

‘একটা চুক্তি করার এখনি সময়। আর কোনো প্রাণহানি হওয়া উচিত নয়,’ তিনি লিখেছেন।

বিশ্বের মধ্যে এখন রাশিয়ার ওপরেই সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা রয়েছে। রাশিয়ার খুব কম খাত বা পণ্য রয়েছে যা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নিষেধাজ্ঞার বাইরে আছে।

এ ধরনের নিষেধাজ্ঞা এড়িয়ে এর মধ্যেই রাশিয়ার ব্যাংকিং এবং সামরিক-শিল্প খাতগুলো বিকল্প মাধ্যম ব্যবহার করতে শুরু করেছে।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement