ডার্কওয়েব সিল্ক রোডের উদ্ভাবক রস উলব্রিক্টকে ক্ষমা ট্রাম্পের
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ জানুয়ারি ২০২৫, ১১:০১
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডার্কওয়েব ব্ল্যাকমার্কেট সিল্ক রোডের কারাবন্দী প্রতিষ্ঠাতা রস উলব্রিক্টকে ক্ষমা করেছেন।
মঙ্গলবার ট্রাম্প বলেন, তিনি উলব্রিক্টের মাকে ফোন করে জানিয়েছেন যে তিনি তার ছেলের জন্য ’পূর্ণ ও নিঃশর্ত ক্ষমা’ স্বাক্ষর করেছেন।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেন, ’তাকে দোষী সাব্যস্ত করার জন্য যারা কাজ করেছিল তারাই আধুনিক যুগে আমার বিরুদ্ধে সরকারকে অস্ত্র হিসেবে ব্যবহারে জড়িত ছিল।’
৪০ বছর বয়সী উলব্রিক্টকে ২০১৫ সালে সিল্ক রোড পরিচালনার সাথে সম্পর্কিত সাতটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এবং প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। সিল্ক রোডে মাদকদ্রব্য বিতরণ এবং অপরাধমূলক ব্যবসাসহ বিটকয়েনের মাধ্যমে অবৈধ ওষুধ ও অন্যান্য অবৈধ পণ্য বিক্রি হতো।
মার্কিন প্রসিকিউটররা অভিযোগ করেন, এই সাইটটি প্রায় ২১৩ মিলিয়ন ডলার মূল্যের দেড় মিলিয়নেরও বেশি লেনদেনের জন্য ব্যবহার করা হয়েছে, যার মধ্যে ১৮৩ মিলিয়ন ডলারেরও বেশি মাদক বিক্রয়ও হয়েছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা