২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`

ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানালেন বাইডেন

ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানালেন বাইডেন - ছবি : আল-জাজিরা

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (২০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়ে বাইডেন বলেন, ‘বাড়িতে স্বাগত’। ট্রাম্প হোয়াইট হাউসে সৌজন্য সাক্ষাতের জন্য গাড়ি থেকে নামলেই বিদায়ী ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট এ উক্তি করেন।

প্রতিবেদনে আরো বলা হয়, এরপর বাইডেন ও ট্রাম্প একসাথে হোয়াইট হাউসের ভেতরে প্রবেশ করেন। তার পরে ভেতরে প্রবেশ করেন তাদের স্ত্রী জিল বাইডেন ও মেলানিয়া ট্রাম্প।

আজ সোমবার ডোনাল্ড ট্রাম্পের শপথের অনুষ্ঠান হবে। স্থানীয় সময় দুপুর ১২টায় যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের শপথ শেষে আজই রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করার পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প।

সেন্ট জন গীর্জায় পৌঁছেছেন ট্রাম্প ও তার পরিবার
ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া সেন্ট জন গীর্জায় পৌঁছেছেন। অভিষেকের দিনে প্রথমবারের মতো নির্বাচিত প্রেসিডেন্টকে দেখা গেছে।

এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের পরিবারের অন্য সদস্যরা গীর্জায় পৌঁছেছেন। ইভাঙ্কা, এরিক ট্রাম্প তাদের পরিবারের সদস্যদের সাথে গীর্জায় পৌঁছেছেন।

গীর্জায় শপথের এ রীতি ঐতিহ্যবাহী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৮টা ত্রিশ মিনিটে শপথ অনুষ্ঠিত হবে।

এছাড়া নির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও উষা ভ্যান্সও পৌঁছে গেছেন গীর্জায়।

প্রেসিডেন্ট ট্রাম্পের এ অভিষেক অনুষ্ঠানে প্রভাবশালী অন্যান্য যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও মার্ক জাকারবার্গ।

হোয়াইট হাউস পুল জানিয়েছে, অ্যামাজনের জেফ বেজোস ও লরেন সানচেজ, বরিস জনসন, সবাই একই সারিতে বসেছেন।

ট্রাম্প, মেলানিয়া ও তাদের ছেলে ব্যারন সামনের সারিতে আসন গ্রহণ করেছেন।
সূত্র : আল-জাজিরা ও বিবিসি


আরো সংবাদ



premium cement