সেন্ট জন গীর্জায় পৌঁছেছেন ট্রাম্প ও তার পরিবার
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ জানুয়ারি ২০২৫, ২১:১৪, আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ২৩:৫৮
ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া সেন্ট জন গীর্জায় পৌঁছেছেন। অভিষেকের দিনে প্রথমবারের মতো নির্বাচিত প্রেসিডেন্টকে দেখা গেছে।
এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের পরিবারের অন্য সদস্যরা গীর্জায় পৌঁছেছেন। ইভাঙ্কা, এরিক ট্রাম্প তাদের পরিবারের সদস্যদের সাথে গীর্জায় পৌঁছেছেন।
গীর্জায় শপথের এ রীতি ঐতিহ্যবাহী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৮টা ৩০ মিনিটে শপথ অনুষ্ঠিত হবে।
এছাড়া নির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও উষা ভ্যান্সও পৌঁছে গেছেন গীর্জায়।
প্রেসিডেন্ট ট্রাম্পের এ অভিষেক অনুষ্ঠানে প্রভাবশালী অন্যান্য যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও মার্ক জাকারবার্গ।
হোয়াইট হাউস পুল জানিয়েছে, অ্যামাজনের জেফ বেজোস ও লরেন সানচেজ, বরিস জনসন, সবাই একই সারিতে বসেছেন।
ট্রাম্প, মেলানিয়া ও তাদের ছেলে ব্যারন সামনের সারিতে আসন গ্রহণ করেছেন।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা