১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

মার্কিন স্বাস্থ্য বিভাগ বার্ড ফ্লু ভ্যাকসিন উৎপাদনে মডার্নাকে ৫৯০ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে

মার্কিন স্বাস্থ্য বিভাগ বার্ড ফ্লু ভ্যাকসিন উৎপাদনে মডার্নাকে ৫৯০ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে - ছবি : বাসস

মার্কিন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা শুক্রবার ঘোষণা করেছেন যে তারা একটি নতুন মহামারি ছড়িয়ে পড়ার আশঙ্কায় এমআরএনএ বার্ড ফ্লু ভ্যাকসিনের অগ্রগতিসহ ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে ভ্যাকসিন উৎপাদন ত্বরান্বিত করতে মডার্নাকে ৫৯০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করছে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ (এইচএইচএস) এক বিবৃতিতে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে অন্যান্য উদীয়মান সংক্রামক রোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরো ভালোভাবে প্রস্তুত হয়, সেই লক্ষ্যে এই তহবিল মডার্নাকে ‘এমআরএনএ প্ল্যাটফর্মের সক্ষমতা বাড়াতে’ সাহায্য করবে।

এই তহবিল ২০২৪ সালের জুলাই মাসে প্রদত্ত ১৭৬ মিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্ত।

বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র সরকার উদীয়মান জৈব-হুমকির বিরুদ্ধে মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) ভ্যাকসিন বিকাশের জন্য বেসরকারি এবং সরকারি ল্যাবরেটরিগুলোর একটি কনসোর্টিয়ামের জন্য ২১১ মিলিয়ন ডলারের নতুন তহবিল ঘোষণা করেছে।

অতীতের বার্ড ফ্লু ভেরিয়েন্টগুলো মানুষের জন্য অপ্রত্যাশিত এবং বিপজ্জনক ছিল।

বিভাগের সচিব, জেভিয়ের বেসেররা বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কথা উল্লেখ করে বলেছেন, ‘তাই বাইডেন-হ্যারিস প্রশাসন এবং এইচএইচএসের জন্য বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

এইচ৫এন১ ভাইরাসটি বন্য পাখি এবং অন্যান্য প্রাণীর মধ্যে খুবই সাধারণ। যদিও এটি ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়িয়ে পড়ার প্রমাণ চূড়ান্তভাবে পাওয়া যায়নি, তবে প্রাণী এবং মানুষের মধ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার পরিমাণ বিজ্ঞানীদের উদ্বিগ্ন করেছে।

অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন যে এইচ৫এন১ মৌসুমি ফ্লুর সাথে মিলিত হয়ে আরো সংক্রামক আকারে রূপান্তরিত হতে পারে এবং একটি মারাত্মক মহামারি শুরু করতে পারে।

সূত্র : এএফপি/বাসস


আরো সংবাদ



premium cement