১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রে ২০০ রোগীকে যৌন নির্যাতনের দায়ে চিকিৎসক অভিযুক্ত

যুক্তরাষ্ট্রে ২০০ রোগীকে যৌন নির্যাতনের দায়ে চিকিৎসক অভিযুক্ত - ছবি : সংগৃহীত

এক দশকেরও বেশি সময় ধরে ২০০ জনেরও বেশি সাবেক রোগীকে যৌন নিপীড়নের অভিযোগে একজন চিকিৎসককে অভিযুক্ত করেছে ম্যাসাচুসেটসের একটি গ্র্যান্ড জুরি।

অভিযুক্ত ডা. ডেরিক টডের বিরুদ্ধে ২০১০ সাল থেকে চিকিৎসা নেয়া রোগীদের করা মামলায় অপ্রয়োজনীয় পেলভিক ফ্লোর থেরাপি, স্তন পরীক্ষা, টেস্টিকুলার পরীক্ষা এবং অন্যান্য অযৌক্তিক পদ্ধতি সম্পাদনের অভিযোগ আনা হয়েছে।

মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুই নারীকে যৌন নিপীড়ন ও দুটি ধর্ষণের অভিযোগে’ টডকে অভিযুক্ত করা হয়েছে।

তবে শুক্রবার ১০ হাজার ডলারের জামিনে শুনানির সময় টড নিজেকে নির্দোষ দাবি করেছেন।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের এক মুখপাত্র জানিয়েছেন, অভিযুক্ত ওই চিকিৎসককে ভুক্তভোগীদের সাথে যোগাযোগ না রাখা, পাসপোর্ট জমা না দেয়া, সব মেডিক্যাল লাইসেন্স জমা দিতে, চিকিৎসা না দিতে এবং নতুন পাসপোর্ট বা লাইসেন্সের জন্য আবেদন না করারও নির্দেশ দেয়া হয়েছে।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস আরো জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বর ও ২০২৩ সালের জুনে দু’টি হামলার ঘটনা ঘটেছে এবং চিকিৎসক টডের আচরণ নিয়ে আরো তদন্ত চলছে।

বোস্টন ফার্ম লুবিন অ্যান্ড মেয়ারের ১৮০ জনেরও বেশি অভিযোগকারীর অ্যাটর্নি উইলিয়াম থম্পসন বলেছেন, টডের বিরুদ্ধে ফৌজদারি মামলা সম্ভবত বাড়বে।

থম্পসন বলেন, ‘এটি ডা. টডের বিরুদ্ধে ফৌজদারি মামলার কেবল শুরু মাত্র। তবে এটি লুবিন ও মেয়ার তার সাবেক রোগীদের পক্ষে যে ফৌজদারি অভিযোগগুলো তুলেছে তা প্রমাণে সহায়তা করে। অভিযোগগুলো মূলত একজন চিকিৎসকের পদের অপব্যবহার সম্পর্কে। নিজের ব্যক্তিগত যৌন পরিতৃপ্তির জন্য যাদের ওপর আস্থা রেখেছিলেন, তিনি তাদের কাছে সুযোগ নিয়েছেন।’

থম্পসন আরো বলেছেন, টডের বিরুদ্ধে ফৌজদারি মামলাটি বর্তমানে আবিষ্কারের জন্য প্রক্রিয়াধীন। অ্যাসোসিয়েটেড প্রেস ফৌজদারি মামলায় টডের প্রতিনিধিত্বকারী অ্যাটর্নি অ্যান্টনি আবেলন এবং টডের প্রতিনিধিত্বকারী ফৌজদারি আইনজীবী ইনগ্রিড মার্টিনকে একটি টেলিফোন বার্তা দিয়েছেন।

টড বোস্টনের ব্রিগহাম অ্যান্ড উইমেনস হসপিটালের সাবেক রিউম্যাটোলজিস্ট। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় হাসপাতালসহ আরো বেশ কয়েকজন আসামির বিরুদ্ধে নির্যাতনের বিষয়টি জানার এবং এটি বন্ধ করতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে।

ব্রিগহাম ও উইমেনস ২০২৩ সালের এপ্রিলে টড সম্পর্কে বেনামে অভিযোগ পান। এরপরই নিজস্ব তদন্ত শুরু করা হয়। গত জুলাইতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে।

এরপরে টড মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো জায়গায় মেডিসিন অনুশীলন বন্ধ যাতে না হয় সে জন্য মেডিসিনে বোর্ড অব রেজিস্ট্রেশনের সাথে একটি স্বেচ্ছাসেবী চুক্তি করেন।

অভিযোগ ওঠার পর থেকে টডের সাথে কর্মস্থলগুলো তার মাধ্যমে সেবা প্রদান থেকে বিরত রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগকারীদের মধ্যে কিশোরী থেকে শুরু করে ষাটোর্ধ্ব নারীও রয়েছেন।

ভুক্তভোগীদের আইনজীবী এবং ম্যাসাচুসেটস আইনি অ্যাডভোকেসি গ্রুপ জাস্টিস ল কোলাবোরেটিভের অংশীদার পলা ব্লিস শুক্রবার বলেছেন, এই অভিযোগ ‘যেসব রোগীদের যৌন নির্যাতন করা হয়েছিল এবং যারা এই তথাকথিত চিকিৎসকের নিন্দনীয় আচরণের সত্যকে তুলে ধরতে এগিয়ে এসেছেন, এটি তাদের জন্য একটি দুর্দান্ত মুহূর্ত।’
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০ ঋণখেলাপিদের আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন দেয়া হবে না : মির্জা ফখরুল জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান আড়াইহাজারে একজনকে পিটিয়ে হত্যা গাজার নিয়ন্ত্রণ নিতে চায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা : জরিপ ইবিতে স্বৈরাচারের সাথে সম্পর্কিত স্থাপনার নাম পরিবর্তনের আহ্বান প্রেস সচিবের ওষুধের ওপর আরোপিত ভ্যাট কমানো হবে : সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জের হবে দেশের সম্পদ লুটপাটকারী দেশপ্রেমী হতে পারে না : ড. মিজানুর রহমান বাঞ্ছারামপুরে জাতীয় কোরআন প্রতিযোগিতা

সকল