ঠান্ডার কারণে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে কংগ্রেস ভবনে
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ জানুয়ারি ২০২৫, ১১:০৬
নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানটি আগামী সোমবার (২০ জানুয়ারি) কংগ্রেস ভবন ইউনাইটেড স্টেটস ক্যাপিটল রোটুন্ডাতে স্থানান্তর করা হবে। অতিরিক্ত ঠান্ডার কারণে শপথ অনুষ্ঠানটি স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় বলেন, ’ঠান্ডা আবহাওয়ার কারণে আমি প্রার্থনা এবং অন্যান্য বক্তৃতার পাশাপাশি উদ্বোধনী ভাষণটি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল রোটুন্ডায় দেয়ার নির্দেশ দিয়েছি, যেমনটি ১৯৮৫ সালে রোনাল্ড রিগ্যান ব্যবহার করেছিলেন।’
তিনি আরো বলেন, ‘এই ঐতিহাসিক ঘটনার সরাসরি সম্প্রচার এবং প্রেসিডেন্টের কুচকাওয়াজ আয়োজনের জন্য সোমবার ক্যাপিটাল ওয়ান অ্যারিনা খুলে দেয়া হবে। শপথ গ্রহণের পর আমি ক্যাপিটাল ওয়ানে যোগ দেবো।’
শুক্রবারের শুরুতে সিএনএন জানায় যে ট্রাম্প ও নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের রোটুন্ডায় শপথ গ্রহণের পরিকল্পনা চলছে। রোববার ট্রাম্প একটি সমাবেশের আয়োজন করবেন। সেখানে ট্রাম্পের দল কিছু উৎসব আয়োজনের জন্য আলোচনা করছে।
সূত্র : সিএনএন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা