১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
আবহাওয়াবিদদের সর্তকতা

ক্যালিফোর্নিয়ায় দাবানল আরো ছড়িয়ে পড়ার ঝুঁকি

- ছবি : ভয়েস অব আমেরিকা

ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের দমকলকর্মীরা সোমবার লস অ্যাঞ্জেলস অঞ্চলের একাধিক বড় দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। পূর্বাভাসকারীরা নতুন করে শক্তিশালী বাতাসের বিষয়ে সতর্ক করে বলছেন যে প্রচণ্ড গতিতে আগুন ছড়াতে পারে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে বলেছে, সোমবার শেষ থেকে বুধবার সকাল পর্যন্ত বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

পূর্বাভাসকারীরা এটিকে ‘বিশেষত বিপজ্জনক পরিস্থিতি’ বলে অভিহিত করেছেন এবং এটিকে বড় বিপদ সঙ্কেত হিসেবে চিহ্নিত করেছেন।

আট মাসের বেশি সময় ধরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি এমন একটি অঞ্চলে তীব্র বাতাস এবং শুষ্ক পরিস্থিতি দাবানলে ইন্ধন জুগিয়েছে। দাবানলে কমপক্ষে ২৪ জন মারা গেছে এবং এক সপ্তাহ আগে এটি শুরু হওয়ার পর থেকে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

লস অ্যাঞ্জেলস এলাকায় এখনো জ্বলতে থাকা তিনটি বড় দাবানলের মধ্যে ক্যাল ফায়ার সোমবার জানায়, প্যালিসেডস ফায়ার ১৪ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে এবং ৯৬ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে।

রোববার রাতে প্রায় এক লাখ মানুষকে সরে যাবার নির্দেশ দেয়া হয়েছে।

কর্মকর্তারা বলেন, নতুন সতর্কতা জারি থাকা অবস্থায় লোকজনকে দাবানলের ঝুঁকিতে থাকা এলাকায় ফিরে যেতে দেয়া হবে না।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম রোববার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বলেন, ‘ক্ষয়ক্ষতি এবং তীব্রতা পরিমাপ করলে এই দাবানল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে।’

অ্যাকু ওয়েদারের প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১৩৫ বিলিয়ন থেকে ১৫০ বিলিয়ন ডলার।ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি কারণ পুড়ে যাওয়া বেশিভাগ বাড়িই দেশের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি।

ক্যালিফোর্নিয়া এবং অন্য নয়টি রাজ্যের অগ্নিনির্বাপকের কর্মীরা চলমান উদ্ধারকাজের অংশ। এর মধ্যে এক হাজার ৩৫৪টি ফায়ার ইঞ্জিন, ৮৪টি বিমান এবং মেক্সিকো থেকে নতুন আগত দমকলকর্মীসহ ১৪ হাজারের বেশি কর্মী রয়েছে।

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement