১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

দাবানলে লস অ্যাঞ্জেলেসে ১২ হাজার স্থাপনা বিধ্বস্ত, নিহত ১১

দাবানলে লস অ্যাঞ্জেলেসে ১২ হাজার স্থাপনা বিধ্বস্ত, নিহত ১১ - ছবি : ইউএনবি

লস অ্যাঞ্জেলেস এলাকায় ছড়িয়ে পড়া দাবানলে ১১ জনের মৃত্যু হয়েছে। একইসাথে ধ্বংস হয়ে গেছে প্রায় ১২ হাজার ভবন। এতে বাস্তুচ্যুতও হয়েছেন হাজার হাজার মানুষ। এছাড়া সান ফ্রান্সিসকোর চেয়েও বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী দাবানলের শিখা।

শক্তিশালী সান্তা আনা বাতাসের কারণে গত মঙ্গলবার দাবানলটি শুরু হয়ে এটি বৃহস্পতিবার দুর্বল হয়ে পড়ে। পূর্বাভাসকারীরা সতর্কতা জারি করলেও এই সপ্তাহান্তের শেষের দিকে বাতাস আবার বাড়তে পারে।

শহর ও কাউন্টি কর্মকর্তারা শুক্রবার (১০ জানুয়ারি) জানিয়েছেন, তারা প্যালিসেডে আগুন ৮ শতাংশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। কিন্তু, আলতাডেনার আগুন মাত্র ৩ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অল অ্যাঞ্জেলস কাউন্টি মেডিক্যাল পরীক্ষকের কার্যালয়ের তথ্য মতে, অন্তত ১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এসহ হতাহতের মধ্যে উপকূলে প্যালিসেডস ফায়ারে পাঁচজন এবং ইটন ফায়ার ইনল্যান্ডে ছয়জন নিহত হয়েছেন।

যদিও সঠিক আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বেসরকারি সংস্থা অ্যাকুওয়েদার ধারণা দিয়েছে যে ক্ষতির পরিমাণ ১৩৫ কোটি থেকে ১৫০ কোটি ডলার হতে পারে। যদিও সরকারি কর্মকর্তারা ক্ষয়-ক্ষতির বিষয়ে এখনো কোনে সরকারি পরিসংখ্যান দেয়নি।

এই দাবানলে বাড়ি, আবাসিক ও বাণিজ্যিক ভবন, চার্চ ও মসজিদ ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাতাসের মান এবং বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে। সরকার বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেওয়ার পদক্ষেপও নিয়েছে। এছাড়া ক্যালিফোর্নিয়া সম্পদের ক্ষয়-ক্ষতি কমাতে ও লুটপাট বন্ধে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে। ইতোমধ্যে লুটপাটের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র : এপি/ ইউএনবি


আরো সংবাদ



premium cement
সিরিয়ায় আসাদের অনুগত কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর চট্টগ্রাম সিইপিজেডে শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৩০ ‘নিঃশর্ত মুক্তির’ সাজা নিয়েই হোয়াইট হাউসে যাচ্ছেন ট্রাম্প সাবেক যুবদল নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রের পাশে রাজনগর বিজিবি জোন দাবানল থেকে পালাতে গিয়ে ‘নারকীয় অভিজ্ঞতা‘ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের ভারতও বিশ্বাস করে না বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্র জড়িত : মার্কিন নিরাপত্তা উপদেষ্টা সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, গ্রেফতারের নির্দেশ শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচ থেকে নারীর লাশ উদ্ধার আসামি ছিনিয়ে নেয়ার প্রতিবাদে মহাসড়ক ব্লকেড কর্মসূচি

সকল