ঘুষের মামলায় জেল-জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ জানুয়ারি ২০২৫, ২২:১১, আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ২২:৩৪
আগামী ২০ জানুয়ারি শপথ নিতে যাওয়া যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় রায় দিয়েছেন নিউ ইয়র্কের একটি আদালত। রায়ে তাকে ‘নিঃশর্ত মুক্তি’ দেয়া হয়েছে। এর ফলে জেল ও জরিমানা থেকে রেহাই পেয়েছেন তিনি। কিন্তু তিনি যে অভিযুক্ত হয়েছেন তা রেকর্ড হয়ে থাকবে।
শুক্রবার (১০ জানুয়ারি) শেষবারের শুনানির পর নিউইয়র্ক আদালতের বিচারক হুয়ান মারচান এ রায় ঘোষণা করেন। রায়ে ৩৪টি অভিযোগের সবকটিতেই নিঃশর্ত মুক্তি দেয়া হয়েছে।
রায়ের পর বিচারক মারচান বলেন, ‘আপনার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের জন্য আমি আপনার মঙ্গল কামনা করছি।’
মারচান আদালতকে বলেন, ‘তিনি এ মামলায় ট্রাম্পের যে নিঃশর্ত মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন সেটাই ‘দেশের সর্বোচ্চ পদের ওপর হস্তক্ষেপ না করেই একমাত্র আইনসঙ্গত শাস্তি’। নিঃশর্ত মুক্তির ফলে ট্রাম্পকে কোনো জরিমানা, প্রবেশন বা কারাদণ্ডের সম্মুখীন হতে হচ্ছে না।
২০ জানুয়ারি রিপাবলিকান নেতা ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান। ট্রাম্পের আইনি দলের রায় বিলম্বিত করার প্রচেষ্টাকে মার্কিন সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করার এক দিন পরে বিচারক হুয়ান মারচান এ সিদ্ধান্ত জানালেন।
এর আগে, ২০১৭ থেকে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ট্রাম্প। গত বছরের মে মাসে পর্ন তারকা ডানিয়েলস স্টর্মিকে ঘুষ দেয়ায় তিনি দোষী সাব্যস্ত হন।
তবে ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং এ রায়ের বিরুদ্ধে তার আবেদন করার পরিকল্পনা রয়েছে।
সূত্র : সিএনএন, হিন্দুস্তান টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা