১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তির ‘খুব কাছাকাছি’ ইসরাইল-হামাস : পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোটের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন - ছবি : জেরুসালেম পোস্ট

যুদ্ধবিরতি এবং বন্দীবিনিময় চুক্তির ‘খুব কাছাকাছি’ রয়েছে ইসরাইল ও হামাস। বুধবার প্যারিসে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোটের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন এ কথা বলেন।

এ সময় ব্লিঙ্কেন আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র আশাবাদী, আমাদের হাতে যে সময় আছে তার মধ্যেই আমরা চুক্তিতে পৌঁছাতে পারব।’

তিনি জানান, যদি ইসরাইল ও হামাস কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে প্রেসিডেন্ট বাইডেনের যুদ্ধবিরতি পরিকল্পনা আসন্ন ট্রাম্প প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, যখন আমরা সেই চুক্তিটি করতে পারব - এবং আমরা এটি অর্জন করবই - তখন এটি প্রেসিডেন্ট বাইডেন মে মাসে বিশ্বের সামনে যে পরিকল্পনাটি রেখেছিলেন তার ভিত্তিতে হবে।’

তিনি আরো জানান, বন্দী ও যুদ্ধবিরতি চুক্তিতে গাজার নিরাপত্তা, তার প্রশাসন এবং পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অবিশ্বাস্য পরিমাণে কাজ করেছে।

মার্কিন শীর্ষ এই কূটনীতিক বলেন, ‘আরো বিস্তৃতভাবে বলতে গেলে, সৌদি আরব ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ শুরু করার মাধ্যমে মধ্যপ্রাচ্যের জন্য রূপান্তরমূলক ব্যবস্থায় আমরা কাজ করেছি এবং বিনিয়োগ করেছি। তাই গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনিদের জন্য এগিয়ে যাওয়ার পথে সমঝোতার সুযোগ পেলে আমরা সবকিছুই করতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘সেখানে অসাধারণ সুযোগ রয়েছে।’

নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে এটিই হবে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের শেষ আন্তর্জাতিক সফর।

সূত্র : দ্য জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কী হয়েছিল কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, পাঠানো হবে আরো ২৮ জন : পররাষ্ট্র মন্ত্রণালয় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা হত্যা মামলার আসামি উত্তরা পূর্ব থানা থেকে পালালো সাবেক ওসি দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা কিংসের কাছে হারল ক্যাপিটালস শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্ক-কর বেরোবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

সকল