০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে শীতকালীন ঝড়

- ছবি : বাসস

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসা শীতকালীন ঝড়কে মোকাবেলায় উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে লাখো মার্কিনী এই শক্তিশালী ঝড় মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই ঝড় সবচেয়ে বেশি তুষারপাত বয়ে আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। একইসাথে হিম শীতল তাপমাত্রাসহ তুষার ঝড় হবার আশঙ্কা রয়েছে।

ওয়াশিংটন থেকে এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি) আজ এই খবর জানায়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ঝড়টি যুক্তরাষ্ট্রের মাঝামাঝি থেকে শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব দিকে এগিয়ে আসবে।

সোমবার ঝড়ের পূর্বাভাস অনুযায়ী যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের অর্ধেক এলাকাকে আর্কটিক বাতাসের গভীর বরফের মধ্যে নিমজ্জিত করবে এই ঝড়। এই ঝড়ে ছয় কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানা গেছে।

এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সমভূমি থেকে মধ্য-আটলান্টিক পর্যন্ত অঙ্গরাজ্যগুলোতে বরফ, তুষার এবং ঝড়-বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া সংস্থা।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম কানসাস থেকে উপকূলীয় অঙ্গরাজ্য মেরিল্যান্ড, ডেলাওয়্যার এবং ভার্জিনিয়া পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়ার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক ভারি তুষারপাত এবং বরফসহ শীতকালীন ঝড়টি ৬ জানুয়ারি সোমবার মধ্য প্লেইনস থেকে মধ্য-আটলান্টিক পর্যন্ত প্রভাব পড়তে পারে।

আবহাওয়া দফতর সতর্ক করে জানায়, উত্তর-পূর্ব কানসাস থেকে উত্তর-মধ্য মিসৌরি পর্যন্ত অঞ্চলগুলো ‘এক দশকের মধ্যে সবচেয়ে ভারি তুষারপাতের’ মুখোমুখি হতে পারে।’

একটি ট্র্যাকিং ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, ঝড়ের প্রভাবে এরতোমধ্যে যুক্তরাষ্ট্রে দু’হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এতে অন্তত দেড় হাজার ফ্লাইটও বাতিল করা হয়েছে। এর মধ্যে বহির্গামী ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানে ৮৬ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement