০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

নিউ অরলিন্স সফরে যাচ্ছেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন - ছবি - ইন্টারনেট

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে নিউ অরলিন্স সফরে যাবেন। তিনি বর্ষবরণের অনুষ্ঠানে হতাহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন।

হোয়াইট হাউস জানিয়েছে, ওই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দিতে প্রেসিডেন্ট বাইডেন সেখানে যাবেন।

ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার প্রেসিডেন্ট ও তার স্ত্রী জিল ‘বর্ষবরণের অনুষ্ঠানে মর্মান্তিক হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় প্রশাসনের সাথে দুর্ঘটনার বিষয়ে কথা বলবেন।’

উল্লেখ্য, গত ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য নিউ অরলিন্সে নববর্ষ উদযাপনকারীদের ওপর সাবেক এক মার্কিন সেনা কর্মকর্তা ট্রাক উঠিয়ে দিলে ১৫ জন নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক।

খ্রিষ্টান ধর্মাবলম্বী মার্কিন ওই সেনা কর্মকর্তা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নাম রাখেন শামসুদ্দিন জব্বার। তিনি আইএসের সাথে সম্পৃক্ত ছিলেন। হামলার আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের সাথে গুলি বিনিময়ে জব্বারও মারা যান।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই’র তদন্তে প্রমাণিত হয়েছে জব্বার একাই এই হামলা চালিয়েছে। তার সাথে অন্য কোনো সহযোগী ছিল না।

জব্বার অরলিন্স শহরে দু’টি বোমা ও পুঁতে রেখেছিলেন, যদিও বোমাগুলো বিস্ফেরিত হয়নি।

সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement