২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নির্বাচনে জয়ী হওয়ার পেছনে মাস্কের নেপথ্য শক্তি হওয়াকে অস্বীকার ট্রাম্পের

- ছবি : সংগৃহীত

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি বিলিয়নার ইলন মাস্ককে তার প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর করেছেন। রোববার অ্যারিজোনা অঙ্গরাজ্যে দেয়া এক ভাষণে ওই অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি। তবে মাস্ক ইতোমধ্যে হোয়াইট হাউসের নবনির্বাচিত ট্রাঞ্জিশনে নেপথ্য ক্ষমতাধর শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কিছুদিন আগে মার্কিন কংগ্রেসে আলোচনাধীন একটি বাজেটে নবনির্বাচিত প্রেসিডেন্টের পাশাপাশি টেসলা ও এক্স এর নির্বাহী মাস্ককেও হস্তক্ষেপ করতে দেখা গেছে। ফলে এই অভিযোগ জোরালোভাবে উঠেছে।

ট্রাম্প বলেন, ‘তিনি প্রেসিডেন্সি ইলন মাস্কের হাতে ছেড়ে দিয়েছেন, এই ধারণাটি রাজনৈতিক প্রতিপক্ষদের ছড়ানো আরেকটি প্রতারণা।’ পরে ট্রাম্প রসিকতা করে বলেন যে মাস্কের প্রেসিডেন্ট হওয়ার ঝুঁকি নেই। কারণ, তিনি সাংবিধানিকভাবে এই পদে থাকতে পারবেন না।

ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, কেন তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না? কারণ, তিনি এই দেশে জন্মগ্রহণ করেননি।’

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement