২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আড়ি পাতায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত পেগাসাস

আড়ি পাতায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত পেগাসাস - ছবি : সংগৃহীত

দুনিয়াজুড়ে ১,৪০০ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর মোবাইলে আড়ি পাতার জন্য নিশানা করার অভিযোগে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট আদালত দোষী সাব্যস্ত করেছে ইসরাইলি সংস্থা এনএসওকে। এনএসও বিভিন্ন দেশের সরকারের জন্য পেগাসস নামের স্পাইওয়্যার তৈরি করেছিল, যাতে সরকার প্রয়োজনে সমাজকর্মী, সাংবাদিকদের ফোনে আড়ি পাততে পারে। এর বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ-এর মালিক সংস্থা মেটা আমেরিকার আদালতে মামলা করেছিল। পাঁচ বছর পরে এই মামলার রায় এলো।

আমেরিকার আদালত বলেছে, এনএসও আইন ভেঙেছে। এনএসও যুক্তি দিয়েছিল, তাদের থেকে যারা স্পাইওয়্যার কিনছে, তারা কিভাবে সেটা কাজে লাগাচ্ছে, সেই দায় তাদের নয়। আদালত এই যুক্তি খারিজ করে দিয়েছে।

এই রায়ের পরে রোববার ভারতে বিরোধী শিবির প্রশ্ন তুলেছে, ভারতে যে মোদি সরকারের বিরুদ্ধে পেগাসাস কাজে লাগিয়ে বিরোধী, সমাজকর্মীদের ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছিল, তার কী হবে?

কংগ্রেস মুখপাত্র পবন খেরা প্রশ্ন তুলেছেন, 'যারা পেগাসাসের শিকার হয়েছিলেন, তাদের জন্য আমেরিকার আদালতের রায় ভালো খবর। কিন্তু যে সরকারি সংস্থা বা অসরকারি সংস্থা পেগাসাস কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ফোনে আড়ি পেতেছিল, তাদের কী হবে?'

পেগাসাস স্পাইওয়্যার কাজে লাগানোর তথ্য ফাঁস হয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট এ নিয়ে তদন্ত কমিটি তৈরি করেছিল। সেই কমিটি ২৯টি ফোন পরীক্ষা করে। তার মধ্যে পাঁচটি ফোনে ম্যালওয়্যার বা বাইরে থেকে ঢোকানো সফটওয়্যার পাওয়া যায়। কিন্তু পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার হয়েছিল কি না, তা নির্দিষ্টকরে তদন্ত কমিটি বলতে পারেনি। সুপ্রিম কোর্ট তদন্ত কমিটিকে উদ্ধৃত করে বলেছিল, মোদি সরকার এই তদন্তে সহযোগিতা করেনি। রাজনৈতিক শিবির মনে করছে, এবার আমেরিকার আদালতের রায় আসার পরে নতুন করে এ নিয়ে জলঘোলা হতে পারে। সুপ্রিম কোর্টের ওই তদন্ত কমিটি তৈরির আগে পশ্চিমবঙ্গ সরকার নিজেই একটি তদন্ত কমিশন গঠন করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট নিজেই তদন্ত কমিটি গঠন করার পরে রাজ্য সরকারের তদন্ত কমিশনের কাজে স্থগিতাদেশ জারি করেছিল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
লাকসাম পৌরসভার প্রশাসক হলেন কাউসার হামিদ পোরশায় ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেফতার ভারতের উত্তর প্রদেশে নিহত ৩ খালিস্তানি নেতা কুলাউড়ায় আগর কাঠ পাচারকালে ট্রাক উদ্ধার সোনাগাজীতে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার মহেঞ্জোদারো আবিষ্কারের কৃতিত্ব জীবদ্দশায় পাননি যে বাঙালি প্রত্নতাত্ত্বিক বছরখানেক সময় পেলে সংস্কার করে যাব : আসিফ নজরুল সীমান্তে বিজিবিকে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার শেখ হাসিনার অনেক গুমের সহযোগী ভারত : রিজভী জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থী আরাফাতের ইন্তেকাল ডাবরের পরিবেশনায় বঙ্গ নিয়ে এলো গেম শো ফ্যামিলি ফিউড

সকল