১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অভিষেকের আগেই হামাসকে চুক্তি করতে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প - ছবি : সংগৃহীত

আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের আগেই গাজাভিত্তিক ফিলিস্তিনি আন্দোলন হামাসকে পণবন্দীদের মুক্তি নিয়ে চুক্তিতে পৌঁছার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ছয় সপ্তাহ আগে নির্বাচিত হওয়ার পর রোববার প্রথম সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দিয়ে বলেন, এমনটা না করা হলে হামাসকে পরিণতি ভোগ করতে হবে।

হামাস চুক্তি না করলে তাদের কী পরিণাম ভোগ করতে হবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ফিলিস্তিনি গ্রুপটিকে বুঝতে হবে ‌'এর অর্থ কী হতে পারে,' তবে 'তা আনন্দের কিছু হবে না।'

সংবাদ সম্মেলনে অবশ্য ইসরাইলি আক্রমণে গাজায় নিহত ৪৫ হাজার ফিলিস্তিনির ব্যাপারে কোনো মন্তব্য করেননি। ২০২৩ সালের ২৩ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এসব ফিলিস্তিনি নিহত হয়।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বরও ট্রাম্প একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন হামাসকে। তিনি তখন হুমকি দিয়ে বলেছিলেন, তার অভিষের আগে পণবন্দীদের মুক্তি না দিলে হামাসকে 'ভয়াবহ পরিণতি' ভোগ করতে হবে।


গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়েছে

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার জানিয়েছে, ইসরাইল ও ফিলিস্তিনির মধ্যে ১৪ মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে কমপক্ষে ৪৫,০২৮ জন নিহত হয়েছে।

মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে গাজা থেকে এএফপি জানায়, গত ২৪ ঘণ্টায় ৫২ জন নিহতের অন্তর্ভুক্ত করে এই সংখ্যা দাঁড়িয়েছে।

এতে আরো বলা হয়, ২০২৩-এর অক্টোবরে গাজায় ইসরাইলের হামলা শুরুর পর থেকে গাজায় ১০৬,৯৬২ জন আহত হয়েছে।
সূত্র : আল জাজিরা ও এএফপি


আরো সংবাদ



premium cement