‘জিম্মি’দের মুক্তি না দিলে হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ট্রাম্প
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫, আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪২
আগামী ২০ জানুয়ারি তার দায়িত্ব গ্রহণের আগে পণবন্দীদের মুক্তি না দিলে হামাসকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনেরও বেশি লোক নিহত হন। এছাড়া ২৫০ জনকে বন্দী করা হয়েছিল।
ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প ওইসব বন্দীদের মুক্তির বব্যস্থা নিতে যথাযথ পদক্ষেপ নেয়া হয়নি বলে সমালোচনা করেন।
ট্রাম্প বন্দীদের পরিস্থিতির নিন্দা জানিয়ে তাদের প্রতি আচরণকে সহিংস ও অমানবিক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, তাদের মুক্তি না দিলে অভূতপূর্ব প্রতিশোধ নেয়া হবে এবং অপহরণের জন্য দায়ীদের কঠোর পরিণতি হবে।
সম্প্রতি হামাস একটি ভিডিও প্রকাশ করে। তাতে ২০ বছর বয়সী ইসরাইলি-আমেরিকান বন্দী এডান আলেকজান্ডারকে দেখা যায়। গত বছরের ৭ অক্টোবরের হামলার সময় তাকে অপহরণ করা হয়। মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আলেকজান্ডার নিজের মুক্তির আবেদন জানান এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ট্রাম্পের উদ্দেশে বার্তা দেন।
নেতানিয়াহু বন্দীদের মুক্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
ইসরাইল ও হামাসের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি প্রক্রিয়া চলছে। তা সত্ত্বেও যুদ্ধ শুরুর এক বছরেরও বেশি সময় পরে এটি নাগালের বাইরেই রয়ে গেছে। গাজায় ইসরাইলি সামরিক অভিযানও অব্যাহত।
এদিকে, নভেম্বরে লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি এরই মধ্যে লঙ্ঘন করেছে ইসরাইল।
সোমবার হিজবুল্লাহ দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে অভিযোগ করেছে ইসরাইল। যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নেতানিয়াহু যুদ্ধবিরতি কার্যকর এবং হিজবুল্লাহর যেকোনো লঙ্ঘনের জবাব দেয়ার হুমকি দিয়েছেন।
সূত্র : এএফপি