২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন

ডোনাল্ড ট্রাম্প - ছবি - ইন্টারনেট

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক বিবৃতিতে বলেছেন, অবৈধ মাদক ব্যবসা এবং অভিবাসনের প্রক্রিয়া হিসেবে চীন, মেক্সিকো ও কানাডার ওপর ব্যাপকহারে শুল্ক আরোপ করবেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্টের এক বার্তায় জানান, যুক্তরাষ্ট্রে রফতানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কসহ মার্কিন বৃহত্তম ব্যবসায়িক অংশীদারদের ওপর কিছু শুল্ক আরোপ করবেন।

তিনি লিখেছেন, ‘আগামী ২০ জানুয়ারি আমার অনেকগুলো নির্বাহী আদেশের মধ্যে আমি মেক্সিকো এবং কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করা সমস্ত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করব।’

অপর একটি পোস্টে ট্রাম্প লিখেছেন তিনি শক্তিশালী মাদক চোরাচালান রোধে ব্যাপক পদক্ষেপ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সমস্ত পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন।

নির্বাচনের আগে প্রচারণায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার অর্থনৈতিক অ্যাজেন্ডা ছিল রিপাবলিকান মিত্র এবং প্রতিপক্ষের ওপর সমান হারে শুল্ক আরোপ করবেন।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে চীন, মেক্সিকো কানাডা এবং একইসাথে ইউরোপের জন্য বাণিজ্য অ্যাজেন্ডা সুরক্ষিত ছিল।

হোয়াইট হাউসে থাকাকালীন ট্রাম্প চীনের সাথে রীতিমত বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন এবং চীনা পণ্যের ওপর শত শত বিলিয়ন ডলার শুল্ক আরোপ করেছিলেন।

সেই সময় তিনি অন্যায্য বাণিজ্য চর্চা, মেধা সম্পদ চুরি এবং বাণিজ্য ঘাটতিকে যুক্তি হিসেবে দাঁড় করেছিলেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান জিম্বাবুয়েকে ১৪৫ রানে গুটিয়ে দিলো পাকিস্তান কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

সকল