ট্রাম্পকে অভিনন্দন জানাবেন পুতিন?
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ নভেম্বর ২০২৪, ২৩:৫৭
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর বিভিন্ন দেশের নেতারা শুভেচ্ছা ও অভিনন্দন জানালেও এখনো সে ধরনের কোনো বার্তা দিতে দেখা যায়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।
পুতিন আদৌ আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানাবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেছেন, ট্রাম্প তার নির্বাচনী প্রচারের সময় ইউক্রেন যুদ্ধের ইতি টানার বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তবে বাস্তবে তার কথার প্রতিফলন কতটুকু দেখা যাবে। সেটি সময়ই বলে দেবে।
‘আমাদের এটা ভুলে গেলে চলবে না যে, আমরা এমন একটি দেশকে নিয়ে কথা বলছি, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের দেশের বিরুদ্ধে (ইউক্রেনে) যুদ্ধে লিপ্ত,’ বলেন পেসকভ।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা