মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ‘টাই’ হলে কী হবে?
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ নভেম্বর ২০২৪, ১৪:০৭, আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ১৪:১৯
মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট কে হবেন, এ নিয়ে চলছে নানা সমীকরণ। সাধারণত কোনো প্রার্থী যদি ২৭০টি ইলেকটোরাল ভোট পায়, তাহলে তাকে বিজয়ী প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তবে কখনো যদি এমন হয়, কোনো প্রার্থী ২৭০টি ইলেকটোরাল ভোট পায়নি অথবা ‘টাই’ হয়েছে, তাহলে কীভাবে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে?
বিবিসির খবর অনুযায়ী, ইলেকটোরাল ভোটে যদি কোনো প্রার্থী এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পান, সেক্ষেত্রে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেনটেটিভস ভোট দিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এক্ষেত্রে প্রার্থী দুই জন নয়, বরং সর্বাধিক ইলেকটোরাল ভোট পাওয়া তিনজন প্রার্থী থাকবেন, যাদের ভেতর থেকে এক জনকে প্রেসিডেন্ট হিসেবে বাছাই করবেন প্রতিনিধি পরিষদের সদস্যরা। বাকি দুই জন প্রার্থীর ভেতর থেকে এক জনকে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। যদিও এরকম ঘটনা মার্কিন ইতিহাসে একবারই ঘটেছে। ১৮২৪ সালে এভাবেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জন কুইনসি অ্যাডামস।
এনবিসি নিউজের এক খবরে বলা হয়েছে, আগামী জানুয়ারিতে নতুন নির্বাচিত কংগ্রেসের অধিবেশন বসবে। ফল টাই হলে সেক্ষেত্রে প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া দীর্ঘ হবে। বর্তমানে ২৬টি অঙ্গরাজ্যে প্রতিনিধিদলের সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ রয়েছে রিপাবলিকানদের, অন্যদিকে ২২টি অঙ্গরাজ্যে নিয়ন্ত্রণ রয়েছে ডেমোক্র্যাটদের এবং দুটি রাজ্যে (মিনেসোটা এবং উত্তর ক্যারোলিনা) হলো সমান। এই নির্বাচনে কংগ্রেসের সদস্যরা তাদের দলের প্রার্থীকে ভোট দিতে বাধ্য নন, তবে এমন পরিস্থিতি তারা অবশ্যই দলীয় প্রার্থীকে ভোট দিতে প্রচুর চাপের সম্মুখীন হবে। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট সিনেটে পূর্ণ ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। প্রত্যেক সিনেটর একটি করে ভোট দিয়ে বাকি দুই প্রার্থীর একজনকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা