০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

নির্বাচনে হারলে পরাজয় মেনে নেবেন না ট্রাম্প : সাবেক কংগ্রেসম্যান

সাবেক কংগ্রেসম্যান জো ওয়ালশ। - ছবি : সংগৃহীত

নির্বাচনে হারলে ট্রাম্প পরাজয় মেনে নেবেন না বলে জানিয়েছেন রিপাবলিকান দলের সাবেক কংগ্রেসম্যান জো ওয়ালশ। বুধবার (৬ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ওয়ালশ বলেছেন, বিভিন্ন রাজ্যে ভোটগণনা চলছে। অনেক রাজ্য থেকে ইতোমধ্যে ফলাফল আসতে শুরু করেছে। আমি যতটুকু ধারণা করেছিলাম, ট্রাম্প তার চেয়ে অনেক ভালো করছে। তবে রাত তো এখনো বাকি আছে। তবে আজ রাতে যদি হারেন, তবে তিনি ফলাফল গ্রহণ করবেন না।’

মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছেন, সম্ভবত ট্রাম্পই জিতে যাবেন। কারণ, যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ আছে। এর মধ্যে অন্তত ২৭০টিতে ভোট নিশ্চিত হলে প্রার্থী জয়ী বলে বিবেচিত হয়।

ইতোমধ্যে ২৬৭টিতে ট্রাম্প জয়ী হয়েছেন। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ২১৪টি ভোট।

টাই হলে কী হবে?
দু’জন প্রার্থীই ২৬৯টি করে ইলেক্টোরাল কলেজ ভোট পেলে টাই হওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। তখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবে। এটিকে বলা হয় কন্টিনজেন্ট ইলেকশন। অন্যদিকে সেনেটে ভোট হবে ভাইস প্রেসিডেন্টের জন্য।

তবে গত ২০০ বছরেও এমন কিছু ঘটেনি।

নির্বাচনে যে প্রার্থী বিজয়ী হবেন, তিনি ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ নেবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটা হবে প্রেসিডেন্টের ৬০তম শপথ অনুষ্ঠান।

নতুন প্রেসিডেন্ট সেখানে সংবিধান সমুন্নত রাখার শপথ নেবেন ও ভাষণ দেবেন।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement