০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

এফবিআইয়ের নাম-লোগো ব্যবহার করে ভুয়া ভিডিও নিয়ে হুঁশিয়ারি

এফবিআইয়ের সদর দফতর - সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নির্বাচন চলাকালে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) নাম এবং লোগো ব্যবহার করে তিনটি নতুন ভুয়া ভিডিও ছড়িয়ে পড়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে সতর্ক করেছে, নির্বাচন ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

ভোট কেন্দ্রে সহিংসতার খবর না প্রচার করার জন্য সাংবাদিকদের সাবধান করা হয়েছে বলে একটি ভিডিওতে এক কথিত বিবৃতি ছিল।

অন্য একটিতে মিথ্যা দাবি প্রচার করা হয় যে নির্বাচন-সংক্রান্ত সহিংসতার ঝুঁকির জন্য ১১ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখা হবে।

তৃতীয় ভিডিওতে এফবিআই নয় হাজার ত্রুটিপূর্ণ ভোট মেশিন সম্পর্কে অভিযোগ পেয়েছে বলে মিথ্যা দাবি করা হয়।

এফবিআই এক বিবৃতিতে জানায়, ‘এই তিনটি ঘটনা হচ্ছে মিথ্যাভাবে এফবিআইয়ের বরাত দিয়ে ভুয়া ভিডিও এবং বিবৃতি ছড়ানোর সর্বশেষ তিনটি ঘটনা।’

মিথ্যা ভিডিওতে মার্কিন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করে এফবিআই।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে যাওয়া অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি ১৭৭টি ইলেক্টরাল ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ৯৯টি ভোট।

জনসংখ্যার দিক থেকে বড় কয়েকটি রাজ্য থেকে ফলাফল পাওয়া গেছে। তবে এখনো কোন অপ্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি। অর্থাৎ যেসব রাজ্যে যার জয়ের কথা ছিল, তারা সেখানে জয়ী হয়েছেন।

ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস নিউইয়র্কে জয়ী হয়েছেন।

রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে টেক্সাস, ওহাইও, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, লুইজিয়ানা এবং ওয়াইওমিং-এ জয়ী ঘোষণা করা হয়েছে।
সূত্র : ভিওএ এবং অন্যান্য


আরো সংবাদ



premium cement