০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

নারীদের ভোটে এগিয়ে কমলা, কিন্তু ব্যবধান বড় নয়

কমলা হ্যারিস - ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে লিঙ্গভিত্তিক সমর্থন নিয়ে অনেক আলোচনা হয়েছে।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নারীরা ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিসকে ৫৪ শতাংশ সমর্থন দিচ্ছেন এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প নারীদের ভোট পাচ্ছেন ৪৪ শতাংশ।

এ থেকে দেখা যাচ্ছে যে নারী ভোটের দিক থেকে কমলা হ্যারিস এগিয়ে থাকলেও ব্যবধান খুব বড় নয়। তবে এর আগে ২০২০ সালের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্টকে ৫৭ শতাংশ নারী ভোট দিয়েছিলেন।

জাতীয় এক্সিট পোলের তথ্য প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তবে এটি চূড়ান্ত নয়। সুইং স্টেটগুলোতে কী ঘটছে, তা এখনো প্রকাশিত হয়নি।

এর বাইরে জাতিগত ভিত্তিতে শ্বেতাঙ্গদের ভোটে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে, আর কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে মিজ হ্যারিস এগিয়ে। কমলা হ্যারিস হিস্পানিক ভোটারদের মধ্যেও এগিয়ে আছেন।

সেইসাথে কলেজশিক্ষার্থী ও তরুণ ভোটারদের দিক থেকেও কমলা হ্যারিসের পাল্লা ভারী।
সূত্র : বিবিসি


নির্বাচনের রাতেও ট্রাম্পের সাথে থাকছেন মাস্ক

টেসলা এবং এক্স-এর মালিক এলন মাস্ক রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যুক্তরাষ্ট্রের সুইং স্টেটগুলোতে প্রচারণা চালিয়েছেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাতেও ট্রাম্পের সাথে থাকছেন তিনি।

ট্রাম্পের প্রচারণায় মার-আ-লাগো এবং পাম বিচ কনভেনশন সেন্টারে হাজারো সমর্থকের জন্য এক ইভেন্টের আয়োজন করা হয়েছে।

এবারের নির্বাচনী প্রচারণায় ইলন মাস্ক ট্রাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ সমর্থক ছিলেন।

এই নির্বাচনে তিনি ট্রাম্পকে সমর্থন করা অ্যামেরিকা পিএসিকে ১১৯ মিলিয়ন বা ১১ কোটি ৯ লাখ ডলারের বেশি অর্থ দান করেছেন।

'ট্রাম্পের অবসর নেয়ার সময় এসেছে'- ২০২২ সালে ট্রাম্পকে নিয়ে ইলন মাস্ক এমন মন্তব্য করলেও ২০২৪ সালে সাবেক এই প্রেসিডেন্টকেই সমর্থনের ঘোষণা দেন তিনি।

ফ্লোরিডা রাজ্যে ট্রাম্পের জয়ের সম্ভাবনা জানার পর কনভেনশন সেন্টারে বড় ধরনের উল্লাস দেখা যায়।

বর্তমানে ফ্লোরিডা একটি শক্তিশালী রিপাবলিকান রাজ্য হওয়ায় ট্রাম্পের জয় নিয়ে সন্দেহ ছিল না, তবে এটি প্রাথমিক ফলাফলের মধ্যেই উদযাপনের আবহ যোগ করেছে।

সেখানে ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’, সংক্ষেপে ’এমএজিএ’ লেখা প্রচুর লাল টুপি এবং বিভিন্ন চিত্তাকর্ষক পোশাক পরা লোকজন ছিল। এটি ট্রাম্পের সমাবেশগুলোর একটি প্রধান বৈশিষ্ট্য।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement