মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শুরু
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ নভেম্বর ২০২৪, ২১:১৭
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সবার আগে ভোট গ্রহণ শুরু হয়েছে ভারমন্ট অঙ্গরাজ্যে। দেশটির পূর্ব উপকূলের এই অঙ্গরাজ্যটিতে আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টা বাজার সাথে সাথে কয়েকটি নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।
ভারমন্টের পর যেসব অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শুরু হয় সেগুলোর মধ্যে নিউইয়র্ক ও ভার্জিনিয়া অন্যতম।
পূর্বাঞ্চলের অন্তত ১০টি অঙ্গরাজ্য ভোটগ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৮টায়। এর মধ্যে একটি সুইং স্টেটও রয়েছে।
এখন পর্যন্ত সব রাজ্যে ভোট শুরু হয়েছে সেগুলো হলো- আলাবামা, আইওয়া, ক্যানসাস, মিনেসোটা, মিসিসিপি, নর্থ ডাকোটা, ওকলাহোমা, সাউথ ডাকোটা, টেক্সাস, উইসকনসিন (সুইং স্টেট- অর্থাৎ যেসব রাজ্যের ভোট যেকোনো দিকেই যেতে পারে)।
পঞ্চাশটি রাজ্যের ভোটাররা প্রেসিডেন্ট নির্বাচন করবেন এই ভোটে।
এবার যুক্তরাষ্ট্রে মোট ২৪ কোটি ৪০ লাখ ভোট দেয়ার যোগ্য নাগরিক রয়েছেন। তাদের মধ্যে কতজন ভোট দেন, সেটা অবশ্যই দেখার বিষয়।
যুক্তরাষ্ট্রে এবার এরই মধ্যে প্রায় ৮ কোটি ২০ লাখ মানুষ ভোট দিয়েছেন।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা