০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

প্রথম ভোটকেন্দ্রের ফল প্রকাশ, সমান ভোট পেলেন কমলা-ট্রাম্প

নিউ হ্যাম্পশায়ারের লেখা হচ্ছে ভোটের ফলাফল - সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইতোমধ্যেই নিউ হ্যাম্পশায়ারের ছোট একটি শহরের ভোটের ফলাফল প্রকাশ্যে এসেছে।

ছোট ওই শহরে ভোটারের সংখ্যা মাত্র ছয়। ব্যালট খুলে দেখা যাচ্ছে, ছয় ভোটের মধ্যে তিনটি পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আর বাকি তিনটি পেয়েছেন কমলা হ্যারিস। অর্থাৎ আপাতত প্রাথমিক ফলাফল ‘সমতা’।

নিউ হ্যাম্পশায়ারের ছোট শহর ডিক্সভিল নচ। ১৯৬০ সাল থেকে সেখানে সশরীরে ভোটগ্রহণ সবার আগে সম্পন্ন করা হয়। এবারো এর ব্যতিক্রম ঘটেনি। মাত্র ছয়জন ভোটার বলেই এই সিদ্ধান্ত।

যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী সোমবার মধ্যরাতেই ভোটাধিকার প্রয়োগ করেন ওই ছয় ভোটার। ১৫ মিনিটের মধ্যে গণনাও শেষ হয়।

গণনায় দেখা যায়, তিনটি করে ভোট পেয়েছেন কমলা এবং ট্রাম্প। এখান থেকে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত বলে মনে করছেন অনেকে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement