০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

ট্রাম্পকে নিয়ে কমলার শঙ্কা

ট্রাম্পকে নিয়ে কমলার শঙ্কা - ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের শেষ বেলায় আমেরিকার বিতর্কের কেন্দ্রে বারাক ওবামার জামানার স্বাস্থ্যবিমা আইন (যা ‘ওবামাকেয়ার’ নামে পরিচিত)। প্রেসিডেন্ট ভোটে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে স্বাস্থ্যবিমা সংস্থাগুলোকে আমেরিকা সরকার এত দিন যে ভর্তুকি দিত, তা বন্ধ হয়ে যাবে বলে অভিযোগ তুললেন ডোমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।

যদিও ট্রাম্প সরাসরি এমন সম্ভাবনার কথা নাকচ করে বলেছেন, ‘স্বাস্থ্যবিমায় ভর্তুকি নিয়ন্ত্রণের কোনও পরিকল্পনা আমাদের নেই। আমি কখনো এমনটা করিনি, এমনকি, কখনও এমনটা করার কথা ভাবিওনি।’ কিন্তু অতীতের দৃষ্টান্ত তাকে অস্বস্তিতে ফেলতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছে। প্রেসিডেন্ট পদে থাকাকালীন ২০১৭ সালে ট্রাম্প আমেরিকার কংগ্রেসে ওবামার জমানায় চালু হওয়া ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ বাতিল করার প্রস্তাব পেশ করেছিলেন যা নিয়ে আপত্তি তুলেছিল ডোমোক্র্যাট শিবির, এমনকি রিপাবলিকান সিনেটর এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের একাংশ।

স্বাস্থ্যবিমায় ভর্তুকির ওবামাকেয়ার প্রকল্প বন্ধ হলে স্বল্প আয়ের মানুষরা বিভিন্ন বিমা সংস্থা থেকে যে সুবিধে পান, তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সরকারি ভর্তুকি না পেলে বিমা সংস্থাগুলি দর বাড়িয়ে দিতে পারে। ফলে তা দেশের শ্রমজীবী এবং মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাবে বলে কমলা শিবিরের অভিযোগ। ২০১০ সালে চালু হওয়া ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর মাধ্যমে আমেরিকার প্রায় চার কোটি নাগরিককে স্বাস্থ্য সুরক্ষা দেয়া হয়। কমলা ঘোষণা করেছেন, তিনি ক্ষমতায় থাকলে এই ব্যবস্থা বহাল থাকবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 


আরো সংবাদ



premium cement
ছাত্ররা কি ‘কিংস পার্টি’ গঠনের চেষ্টা করছে? ইউক্রেনকে ৪২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র চাঁপাইনবাবগঞ্জ থেকে কৃষিজাত পণ্যের জন্য বিশেষ ট্রেন স্থগিত স্পেনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দুই শতাধিক, নিখোঁজ অনেকে মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, আটক ৩ গাজায় বন্দিদের সাথে থাকা শিশুটি কি বেঁচে আছে? জাপান ও ইইউ’র মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তির ঘোষণা ৩টি ইরানি কনস্যুলেট বন্ধ ঘোষণা জার্মানির সাফজয়ীদের আজ সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ইরানে বন্দী মার্কিন নাগরিক, নজর রাখছে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে ‘বিজয় হওয়া’ পর্যন্ত রাশিয়াকে সমর্থন করবে উ. কোরিয়া

সকল