০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১,
`

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বিতর্ক : দুজনেই এত ভদ্র!

জে ডি ভান্স ও গভর্নর টিম ওয়ালজ - ফাইল ছবি

অনেক দিন পরে একটি ভদ্র ও পরিশীলিত রাজনৈতিক বিতর্ক দেখল মার্কিন যুক্তরাষ্ট্র। বিতর্কে কোনো বক্তাই ব্যক্তিগত পারস্পরিক আক্রমণের দিকে যাননি। বরং তাদের আলোচনা সীমাবদ্ধ ছিল দেশ ও দশের পক্ষে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যেই। বুধবার আমেরিকায় আসন্ন নির্বাচনের দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভান্স এবং টিম ওয়ালজের মধ্যে বিতর্ক সম্পর্কে এটাই মত সাধারণ মানুষের। একটি বেসরকারি টিভি চ্যানেলের স্টুডিয়োয় হওয়া বিতর্কটি রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে হওয়া প্রথম এবং সম্ভবত একমাত্র বিতর্ক।

এবারের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী, প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘রানিং মেট’ হিসেবে বেছে নিয়েছেন সিনেটর জে ডি ভান্সকে। অন্য দিকে, বর্তমান ভাইস প্রেসিডেন্ট, তথা নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের পছন্দের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। ডোনাল্ড ট্রাম্পের থেকে বয়সে অনেক ছোট কমলা হ্যারিসের মনোনীত প্রার্থী ওয়ালজ ঠিক কমলারই বয়সী। দু’জনেরই বয়স ৬০। অন্য দিকে, ৭৮ বছর বয়সী ট্রাম্পের পছন্দের ভান্স এদের সকলের থেকে অনেক তরুণ। তিনি সবে ৪০ ছুঁয়েছেন।

অসমবয়সী হলেও দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে কয়েকটি বিষয়ে বেশ মিল রয়েছে। তাদের দু’জনেরই সরাসরি কোনো যুদ্ধক্ষেত্রে যাওয়ার অভিজ্ঞতা না থাকলেও সেনাবাহিনীতে থাকার কিছুটা অভিজ্ঞতা রয়েছে। সেনাবাহিনীতে যোগ দেয়ার এই সিদ্ধান্ত দু’জনেই নিয়েছিলেন খুব অল্প বয়সে, এবং তারা দুজনেই মনে করেন যে এই সচেতন সিদ্ধান্ত তাদের জীবনকে অনেকটা সদর্থক দিকে নিয়ে গিয়েছে।

দু’জনের মধ্যে আর একটি মিল- দু’জনের কাছে পরিবার খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন সাক্ষাৎকারে এ কথা বহুবার বলেছেন দু’জনে। আমেরিকার আর পাঁচটা সাধারণ মধ্যবিত্ত পরিবার এবং তাদের সংগ্রাম ও সাফল্যের অংশীদার তারাও, দু'ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর এই ভাবমূর্তি তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়াতে অনেকটা সাহায্য করেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

২০১৬ সালে প্রকাশিত ভান্সের আত্মজীবনী ‘হিলিবিলি এলিজি’ বহু দিন ধরে আমেরিকার বেস্টসেলার বইয়ের তালিকায় ছিল। ভান্স যে প্রদেশের বাসিন্দা, সেই ওহায়োর আপেলেচিয়া অঞ্চলের সাধারণ মানুষের দারিদ্র, নেশাসক্তি, বিচ্ছিন্নতা এই সব কিছুকে ভান্স তার বইতে তুলে এনেছেন। তার সঙ্গে রয়েছে তার নিজের লড়াই করে উঠে আসা এবং ইয়েল ল স্কুলে পৌঁছনোর কাহিনি। অন্য দিকে, গভর্নর ওয়ালজও নিজেকে ‘সাধারণ মানুষ’ হিসেবেই তুলে ধরেন। তিনি প্রাথমিক স্কুলের শিক্ষক ও কোচ ছিলেন এবং দীর্ঘদিন ধরে ন্যাশনাল গার্ডের সঙ্গেও যুক্ত ছিলেন।

এমন দুই রাজনৈতিক ব্যক্তিত্বের বিতর্কে গত কাল মধ্যবিত্ত মূল্যবোধই গুরুত্ব পেয়েছে। যে সব বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে ছিল- অর্থনীতি, অভিবাসন, আন্তর্জাতিক রাজনীতি এবং বর্তমান যুদ্ধ পরিস্থিতি, জলবায়ু, গর্ভপাতের অধিকার, বন্দুক-সহিংসতা ইত্যাদি।

দু'প্রার্থীর মধ্যে ভান্স অত্যন্ত দক্ষ তার্কিক। তিনি কৌশলে বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে বারবার অর্থনীতি ও ট্রাম্পের ‘মেক ইন আমেরিকা’ নীতির কথা বলেছেন। তবে গর্ভপাত অধিকারের বিষয়ে ভান্স স্বীকার করে নিয়েছেন যে, এ বিষয়ে মানুষের সমর্থন পাওয়ার জন্য তার দলকে আরও কাজ করতে হবে। শেষে বন্দুক-হিংসা প্রসঙ্গে ভান্স ও ওয়ালজ স্বীকার করে নেন যে, সন্তানদের নিয়ে দু’জনেই নিরাপত্তাহীনতায় ভোগেন।

সৌজন্য বজায় রেখে বিতর্কে জিতে গেলেন দু’বাবা-ই।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
ওয়াশিংটন-নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমালা হ্যারিসকে নিয়ে ভারতে গর্ব থাকলেও উত্তেজনা নেই মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমবাজার যেভাবে চালু হয় টাঙ্গাইলে গভীর রাতে সড়কে ঝরলো ৪ প্রাণ কঙ্গোতে নৌ-দুর্ঘটনায় ৮৭ জনের মৃত্যু ন্যাটোর নতুন প্রধান ইউক্রেনের জন্য জোটের সমর্থনের প্রতিশ্রুতি দিলেন লেবাননের রাজধানীতে ইসরাইলের ব্যাপক বিমান হামলা, সীমান্তে লড়াই অব্যাহত আইপিএল কিনতে মরিয়া সৌদি আরব! রাজি নয় ভারত! ১৭ সৈন্য নিহত, অবিশ্বাস্য কঠিন পরিস্থিতিতে ইসরাইলি বাহিনী স্বাধীন ইচ্ছা বলে কিছুই নেই! মস্তিষ্কের অজানা দিকের খোঁজ বিজ্ঞানীদের বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি ভারত সরকার

সকল