১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মোদির সাথে বৈঠকের পর যা বললেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী সুনাক

ঋষি সুনাক ও নরেন্দ্র মোদি - ছবি : এপি

ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বড় মন্তব্য করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বুধবার ঋষি বলেন, তার সরকার ভারতের সাথে বাণিজ্য চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘ভারতের সাথে বাণিজ্য চুক্তি করার বিষয়ে আমরা মুখিয়ে রয়েছি। তবে কিছু বিষয় ঠিক করতে হবে। তারপরই এই চুক্তি সম্পন্ন করা সম্ভব।’

তিনি বলেন, ‘তাড়াতাড়ি করতে গিয়ে চুক্তির মান নিয়ে কোনো আপস করা হবে না।’

উল্লেখ্য, চলতি বছর দিওয়ালিতেই মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার কথা ছিল ভারত ও ব্রিটেনের মধ্যে। তবে তা আপাতত পিছিয়ে গেছে। দুই পক্ষই এই চুক্তির চূড়ান্ত খসড়া তৈরি করতে আলোচনা করছে।

ইন্দোনেশিয়ার বালিতে জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় সুনাক আরো বলেন, ‘আমি আত্মবিশ্বাসী ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অর্থনৈতিক সম্পর্ক আরো দৃঢ় করতে পারবে।’ তবে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাণিজ্য চুক্তি সম্পর্কে বিশেষভাবে কোনো কথা বলেননি তিনি।

এদিকে, এদিন ঋষি সুনাকের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটবার্তায় লেখেন, ‘আমরা বাণিজ্যিক সংযোগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছি। প্রতিরক্ষা সংস্কারের প্রেক্ষিতে নিরাপত্তাজনিত বিষয়ে সহযোগিতার সুযোগ বৃদ্ধি করা এবং জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করতে ভারত ও ব্রিটেন একসাথে কাজ করবে।’

উল্লেখ্য, মঙ্গলবার জি২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সংক্ষিপ্ত সাক্ষাত হয়েছিল ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। আর বুধবার সকালেই ব্রিটিশ সরকার জানায়, ১৮ থেকে ৩০ বছর বয়সী ৩ হাজার ভারতীয় পেশাদারদের ভিসা দেবে ব্রিটেন।

১০ ডাউনিং স্ট্রিটে ঋষির অফিসের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতই প্রথম দেশ যারা এই ধরনের ভিসা স্কিমের লাভ পেতে চলেছে। ভারত-ব্রিটেন অভিবাসন নীতিকে আরো পোক্ত করতে গতবছর যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তার ভিত্তিতেই এই ভিসা অনুমোদনের সিদ্ধান্ত।’

সূত্র : হিন্দুস্থান টাইমস


আরো সংবাদ



premium cement