রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক উপলক্ষে ব্রিটেনজুড়ে সরকারি ছুটি ঘোষণা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ নভেম্বর ২০২২, ১২:৪৫
ব্রিটেনে আগামী মে মাসে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক উপলক্ষে সরকারি ছুটি পালিত হবে।
চার্লসের মা রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর আট মাস পর এ রাজ্যাভিষেক অনুষ্ঠিত হচ্ছে।
ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠানের দু'দিন পর ৮মে সরকারি ছুটি পালিত হবে।
সরকার থেকে বলা হয়েছে, ১৯৫৩ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের মতো রাজকীয় এই অনুষ্ঠানটি সারাদেশের পরিবার ও সম্প্রদায়ের জন্যে এক হয়ে উপযাপনের একটি সুযোগ।
ব্রিটেনের গত ৯০০ বছরের প্রথা অনুযায়ী লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের (৭৩) মাথায় আনুষ্ঠানিকভাবে মুকুট পরিয়ে দেয়া হবে। চার্লসের স্ত্রী ক্যামিলাকেও (৭৫) সেদিন মুকুট পরানো হবে।
গত আট সেপ্টেম্বর রানির মৃত্যুর পরপরই চার্লসকে রাজা ঘোষণা করা হয়। অষ্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডসহ ১৪টি কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্বও তিনি নেন।
রানি ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান। তিনি রেকর্ড ৭০ বছর ধরে সিংহাসনে ছিলেন।
সূত্র : বাসস