ইউক্রেনে ড্রোন ও অ্যান্টি ট্যাঙ্ক পাঠাবে ইংল্যান্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ জুলাই ২০২২, ১৫:৩৭
ইংল্যান্ডের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ইউক্রেনে ১০০ ড্রোন ও শতাধিক ট্যাঙ্কবিধ্বস্তী অস্ত্র পাঠাবে ইংল্যান্ড।
ইংল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস সংসদে সম্প্রতি একটি ঘোষণা দিয়েছেন যে ২০টিরও বেশি ‘এম ১০৯’, ১৫৫ মি.মি. স্বয়ংক্রিয় বন্দুক এবং ‘৩৬ এল ১১৯’ ১০৫ মি.মি. আর্টিলারি বন্দুক শিগগিরই ইউক্রেনে পাঠানো হবে।
তিনি বলেছেন, কাউন্টার-ব্যাটারি রাডার সিস্টেম এবং কিয়েভের বিদ্যমান সোভিয়েত আমলের আর্টিলারি ঠেকাতে ৫০ হাজার রাউন্ডের বেশি গোলাবারুদ তাক করে থাকবে।
লন্ডন আগামী সপ্তাহে ড্রোনসহ আরো এক হাজার ৬০০-এর বেশি অ্যান্টি-ট্যাঙ্ক পাঠাবে, যার মধ্যে শত শত লোয়েটারিং অ্যারিয়াল যুদ্ধাস্ত্র রয়েছে।
সূত্র : আল-জাজিরা