ব্রিটিশ রাজনীতিতে প্রভাব খাটাতে নারী নিয়োগ করেছে চীন!
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ জানুয়ারি ২০২২, ০৭:০১
ব্রিটিশ রাজনীতির ওপর প্রভাব খাটাতে চীন এক নারীকে নিয়োগ দিয়েছে বলে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৫ অভিযোগ করেছে।
চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে সংস্থাটি অভিযোগ করেছে। এমআই৫ গত বৃহস্পতিবার ক্রিস্টিন লি নামের এক নারীর একটি ছবি ও সতর্কবার্তা পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, যুক্তরাজ্যের সংসদ সদস্য ও রাজনীতির ওপর প্রভাব খাটাতে ঐ নারী কাজ করছেন। তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ব্রিটিশ সংসদের স্পিকার লিন্ডসে হোয়েল আইনপ্রণেতাদের কাছে এমআই৫-এর সতর্কবার্তা পৌঁছে দেন।
তিনি বলেন, এমআই৫ দেখেছে যে লি হংকং এবং চীনে অবস্থিত বিদেশী নাগরিকদের পক্ষ থেকে উচ্চাকাঙ্ক্ষী পার্লামেন্ট সদস্যদের আর্থিক অনুদানের সুবিধা দিয়েছেন।
এদিকে চীন এমআই৫–এর এই অভিযোগ অস্বীকার করেছে। লন্ডনে চীনা দূতাবাস এমআই৫-এর বিরুদ্ধে যুক্তরাজ্যে অবস্থান করা চীনা সম্প্রদায়কে অপমান ও ভয় দেখানোর অভিযোগ করেছে।
লন্ডনে চীন দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, চীন সব সময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলে।
ব্রিটিশ সরকারের তথ্যমতে, অভিযুক্ত লির লন্ডন ও বার্মিংহামে আইনি প্রতিষ্ঠান রয়েছে।
সূত্র : পার্সটুডে