১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বন উজার ২০৩০ সালের মধ্যে বন্ধ করতে প্রতিজ্ঞা ১০০ বিশ্বনেতার

বিশ্বে ২০৩০ সালের মধ্যে বন উজার বন্ধ করতে প্রতিজ্ঞা-ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গাছ কাটা হচ্ছে - ছবি : রয়টার্স

বিশ্বে ২০৩০ সালের মধ্যে বন উজার বন্ধ করতে প্রতিজ্ঞা করেছেন এক শ' বিশ্বনেতা। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কপ২৬ সম্মেলন থেকে এক যৌথ বিবৃতিতে এই প্রতিজ্ঞার কথা জানানো হয়।

বিবৃতিতে একইসাথে বন প্রতিরক্ষা ও বনায়নের জন্য এক হাজার নয় শ' কোটি ডলার (এক লাখ ৬২ হাজার কোটি টাকা) বিনিয়োগের কথা জানানো হয়।

ব্রাজিল, ইন্দোনেশিয়া ও কঙ্গোর প্রস্তাবনায় এই বিবৃতি প্রকাশ করা হয়। সম্মিলিতভাবে এই তিনটি দেশেই বিশ্বের ৮৫ ভাগ বনভূমি রয়েছে।

বিশ্বনেতাদের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিবৃতিতে বলা হয়, গ্লাসগো নেতাদের ঘোষণায় মোট তিন কোটি ৩০ লাখ বর্গ কিলোমিটার আয়তনের বন অন্তর্ভুক্ত থাকবে।

বরিস জনসন বলেন, 'পরিবেশকে জয় করার মানুষের দীর্ঘ ইতিহাস পরিবর্তনের এবং এর পরিবর্তে পরিবেশের সংরক্ষক হওয়ার এক সুযোগ আমাদের কাছে এসেছে।'

পরিবেশ সংরক্ষণে বিশ্বনেতাদের সম্মতিকে তিনি অতুলনীয় হিসেবে মন্তব্য করেন।

অমুনাফামুলক সংস্থা ওয়ার্ল্ড রিসোর্স ইন্সটিটিউটের মতে, বন বিশ্বের কার্বন ডাই অক্সাইড নিঃসরণের ৩০ ভাগই শুষে নেয় এবং জলবায়ুর উষ্ণতা বাড়া প্রতিরোধ করে।

২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের বিষয়ে মঙ্গলবার এক আনুষ্ঠানিক চুক্তির কথা রয়েছে।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement