২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ব্রিটেনের সেরা রাজনীতিবিদের স্বীকৃতি পেলেন মেয়র সাদিক খান

সাদিক খান - ছবি : সংগ্রহ

চলতি বছরে ব্রিটেনের সেরা রাজনীতিবিদ হিসেবে সাদিক খানের নাম ঘোষিত হয়েছে। দেশের রাজধানী শহরের জন্য লন্ডনের মেয়র সাদিক যে কাজ করেছেন, তার জন্যই তাকে এই পুরস্কার দেয়া হয়। ৪৮ বছরের সাদিকের বাবা-মা পাকিস্তান থেকে ব্রিটেনে চলে আসেন। তবে তার দাদার জন্ম হয়েছিল ভারতেই।

ব্রিটেনের ‘এশিয়ান ভয়েস’ নামে এক সাপ্তাহিকী বার্ষিক পলিটিক্যাল অ্যান্ড পাবলিক লাইফ অ্যাওয়ার্ডের আয়োজন করেছিল। সাদিক ছাড়া ওই অনুষ্ঠানে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী গাভিন উইলিয়ামসন সেরা ক্যাবিনেটমন্ত্রী এবং ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ প্রীতি প্যাটেল বছরের সেরা এমপি ঘোষিত হয়েছেন।

প্যাটেল এর আগে ব্রিটেনের ক্যাবিনেটমন্ত্রীও ছিলেন। পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, ‘আমি আপনাদের জন প্রতিনিধি হিসেবেই কাজ করে যেতে চাই।’

ক্ষমা চাইলেন সেই শামীমার বাবা

শামীমা বেগমের বাবা তার মেয়ে যে ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেজন্য ব্রিটিশ জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।

আহমেদ আলী বলেছেন, তার মেয়ে ‘বুঝে করুক বা না বুঝে, সে ভুল করেছে’।


তবে তিনি মনে করেন যুক্তরাজ্যের উচিত শামীমা বেগমকে দেশে ফিরতে দেয়া, যেখানে ফেরার পর শামীমাকে বিচারের মুখোমুখি হতে হবে। শামীমা সিরিয়া থেকে ব্রিটেনে ফেরার ইচ্ছা ব্যক্ত করার পরই, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তার নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানান।

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সুনামগঞ্জে বসে আহমেদ আলী বিবিসিকে যখন এই সাক্ষাৎকার দেন, তখনো শামীমা বেগমের শিশুসন্তানটি মারা যায়নি।

নাগরিকত্ব বাতিল
২০১৫ সালে ইসলামিক স্টেট বাহিনীতে যোগ দিতে ১৫ বছর বয়সে শামীমা বেগম লন্ডন ছেড়ে সিরিয়ায় যান।

শামীমা বেগম ব্রিটেনে ফিরে আসতে চেয়েছিলেন, কিন্তু ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে। ফেব্রুয়ারিতে টাইমস পত্রিকাকে সাক্ষাৎকার দেবার সময় শামীমা নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

তিনি সাক্ষাৎকারে বলেছিলেন, আইএসে যোগ দেয়া নিয়ে তিনি অনুতপ্ত নন, তবে ‘খিলাফতে’র দিন ফুরিয়ে আসছে বলে ধারণা।

সন্তান জন্মের কিছুদিন পর বিবিসিকে শামীমা বলেছিলেন, তিনি চান তার সন্তান যুক্তরাজ্যে বেড়ে উঠুক। কিন্তু নিউমোনিয়ায় ভুগে বৃহস্পতিবার তিন সপ্তাহর চেয়ে কম বয়সী শিশু জারাহ মারা গেছে।

যেহেতু শামীমার নাগরিকত্ব বাতিলের আগে শিশু জারাহর জন্ম, সে কারণে তাকে ব্রিটিশ নাগরিক বলে ভাবা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
গণমাধ্যমের ওপর হামলা সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টার প্রেস সচিব জাপানে রকেট পরীক্ষাস্থলে ভয়াবহ আগুন সিলেটে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩ আদানির সাথে বিদ্যুৎ চুক্তি : হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশ কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন

সকল