২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করবে যুক্তরাজ্য

পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি - ছবি - সংগৃহীত

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি রোববার বলেছেন, ইউক্রেনে মস্কোর আগ্রাসনের তিন বছর পূর্তিতে সোমবার রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করতে চলেছে যুক্তরাজ্য।

ল্যামি এক বিবৃতিতে বলেন, ‘এখনই সময় ভ্লাদিমির পুতিনের রাশিয়ার ওপর চাপ প্রয়োগের।’

তিনি আরো বলেন, ‘আগামীকাল আমি রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বড় নিষেধাজ্ঞা ঘোষণা করার পরিকল্পনা করছি। এ নিষেধাজ্ঞা তাদের সামরিক যন্ত্র ধ্বংস করে দেবে এবং ইউক্রেন ধ্বংসে ব্যবহার করা রাজস্ব হ্রাস করবে।’

২০২২ সালে মস্কো ইউক্রেন আক্রমণ করার পর থেকে যুক্তরাজ্য ইতোমধ্যেই পুতিনের সরকারের সাথে সংশ্লিষ্ট এক হাজার ৯০০ ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নতুন নিষেধাজ্ঞার ঘোষণাটি এমন সময়ে এলো যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ অবসানের দায়িত্ব নিয়েছে যুক্তরাষ্ট্র।

ল্যামি বলেন, ‘এটি ইউক্রেন, ব্রিটেন ও সমগ্র ইউরোপের ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখন সময় এসেছে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন দ্বিগুণ করার।’

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement