০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে নিহত ৩

ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে নিহত ৩ - ছবি : ডয়চে ভেলে

নৌকাযোগে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন তারা। রোববার সকালে নৌকাডুবির পর এ পর্যন্ত ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।

ফ্রান্স মেরিটাইম প্রোফেকচুর কর্তৃপক্ষ জানায়, রোববার সকালে ইংলিশ চ্যানেলের ফ্রান্সের সানগাত্তে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওই সময় অভিবাসনপ্রত্যাশীরা নৌকায় করে চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন। নৌকাটিতে ৫০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তারা আরো জানায়, খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নৌকায় থাকা যাত্রীদের উদ্ধার করে। তিনজন যাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তারা মৃত্যুবরণ করেন। উদ্ধার হওয়া বাকিদেরকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের বেশিরভাগই হাইপোথার্মিয়ায় ভুগছেন বলে জানানো হয়। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ।

ব্রিটেনের সীমান্ত নিরাপত্তা এবং আশ্রয়বিষয়ক মন্ত্রী ডামে আঙ্গেলা ইগল বলেন, ‘আজ (রোববার) সকালে সাগরে তিনজন নিহত হয়েছেন। কারণ, সমুদ্র চলাচলের অনুপযুক্ত নৌকায় গাদাগাদি করে মানুষ নিয়ে পারপারের জন্য অপরাধীরা মরিয়া হয়ে উঠেছে।’

তিনি জানান, উদ্ধারকাজে ফরাসী বাহিনীকে সহায়তা করছে ব্রিটেন সরকার।

অভিবাসনের উদ্দেশ্যে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অনেক নাগরিকের ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য পৌঁছানোর এমন চেষ্টা নতুন নয়।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ৩০ হাজার অভিবাসনপ্রত্যাশী এই পথে যুক্তরাজ্যে পৌঁছেছেন। আর ক্রিসমাস পরবর্তী চার দিনে প্রায় দেড় হাজার অভিবাসনপ্রত্যাশী এই পথে যুক্তরাজ্য পৌঁছেছেন।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
যোগ্যতার শর্ত পূরণ করেই ভাইবায় ডাক পেয়েছিলেন শিবির সভাপতি মোবারক প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মোরছালীন বাবলা রাবিতে 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা, কর্মবিরতির ডাক অফিসার্স সমিতির হীম ঠাণ্ডায় জুবুথুবু উত্তরাঞ্চল, গরম কাপড়ের জন্য হাহাকার রংপুরের বিপক্ষে দাঁড়াতেই পারলো না বরিশাল দরপত্র ছাড়াই রাসিকে সংস্কার কাজের অভিযোগ, দুদকের অভিযান বরখাস্তকৃত প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট নেসেট থেকে পদত্যাগ করবেন চিন্ময়ের জামিন না পাওয়াকে ‘মানবাধিকার লঙ্ঘন’ বলল মমতার দল অর্থবছরের প্রথমার্ধে রফতানি আয় বেড়েছে ১২.৮৪ শতাংশ সুনামগঞ্জে অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিক আটক বরিশালে তারেক রহমানের নির্দেশনায় শীতবস্ত্র বিতরণ

সকল