০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে নিহত ৩

ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে নিহত ৩ - ছবি : ডয়চে ভেলে

নৌকাযোগে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন তারা। রোববার সকালে নৌকাডুবির পর এ পর্যন্ত ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।

ফ্রান্স মেরিটাইম প্রোফেকচুর কর্তৃপক্ষ জানায়, রোববার সকালে ইংলিশ চ্যানেলের ফ্রান্সের সানগাত্তে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওই সময় অভিবাসনপ্রত্যাশীরা নৌকায় করে চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন। নৌকাটিতে ৫০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তারা আরো জানায়, খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নৌকায় থাকা যাত্রীদের উদ্ধার করে। তিনজন যাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তারা মৃত্যুবরণ করেন। উদ্ধার হওয়া বাকিদেরকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের বেশিরভাগই হাইপোথার্মিয়ায় ভুগছেন বলে জানানো হয়। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ।

ব্রিটেনের সীমান্ত নিরাপত্তা এবং আশ্রয়বিষয়ক মন্ত্রী ডামে আঙ্গেলা ইগল বলেন, ‘আজ (রোববার) সকালে সাগরে তিনজন নিহত হয়েছেন। কারণ, সমুদ্র চলাচলের অনুপযুক্ত নৌকায় গাদাগাদি করে মানুষ নিয়ে পারপারের জন্য অপরাধীরা মরিয়া হয়ে উঠেছে।’

তিনি জানান, উদ্ধারকাজে ফরাসী বাহিনীকে সহায়তা করছে ব্রিটেন সরকার।

অভিবাসনের উদ্দেশ্যে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অনেক নাগরিকের ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য পৌঁছানোর এমন চেষ্টা নতুন নয়।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ৩০ হাজার অভিবাসনপ্রত্যাশী এই পথে যুক্তরাজ্যে পৌঁছেছেন। আর ক্রিসমাস পরবর্তী চার দিনে প্রায় দেড় হাজার অভিবাসনপ্রত্যাশী এই পথে যুক্তরাজ্য পৌঁছেছেন।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন ভিসি ড. জাহাঙ্গীর বান্দরবানে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উত্থানের ধারা অব্যাহত পুঁজিবাজারে পিরোজপুরে অটোরিকশাচাপায় স্কুলশিক্ষার্থী নিহত শেখ মুজিবের পরিবার আগাগোড়া স্বৈরতন্ত্রের অনুসরণ করেছে : দুদু চীনে কারাবন্দী লেখকের স্বাস্থ্য নিয়ে অস্ট্রেলিয়ায় উদ্বেগ প্রকাশ বিদেশে পলাতক আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রংপুরে জুলাই স্মারকের মোড়ক উন্মোচন গণহত্যাকারীদের বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ গাজা নিয়ে কথা বলায় চাকরিচ্যুত সাংবাদিকের পাশে উসমান খাজা র‍্যাঙ্কিংয়ে উন্নতি রাবেয়া-মুর্শিদাদের

সকল