০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ব্রিটেনে ২ দিনের সফরে কাতারের আমির

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি - সংগৃহীত

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে দু’দিনের সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ও তার স্ত্রী শেখ জাওয়াহের বিনতে হামাদ আল-থানি মঙ্গলবার যুক্তরাজ্য সফরে গেছেন।

রাজা চার্লস উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশটির সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করার জন্য কাতারের আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন।

কতারের আমির (৪৪) ও তার স্ত্রী শেখ জাওয়াহের বিনতে হামাদ আল-থানির সম্মানে বার্মিংহাম প্রসাদে ভোজ সভার আয়োজন করা হয়েছে। পরে ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ লেবার পার্টির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠক করবেন তারা।

গত জুলাইতে নির্বাচিত লেবার পার্টির আশা করছে, গালফ কো-অপারেশন কাউন্সিলের ছয়টি সদস্য রাষ্ট্র- বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করবে।

স্টারমার তার সরকারের গ্রহণযোগ্যতা লাভে যেকোনো মূল্যে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অঙ্গীকার ব্যক্ত করেছেন।

লেবার পার্টির সরকার মনে করছে, উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের দেশগুলোর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারলে যুক্তরাজ্যের অর্থনীতি দুই বিলিয়ন মার্কিন জোরদার হবে এবং উপসাগরীয দেশগুলো ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোরে লাভজনক খাতে বিনিয়োগ করবে।

ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ড সম্প্রতি অগ্রাধিকার ভিত্তিতে লেবার সরকারকে এই ধরনের একটি চুক্তির কথা বলেছিলেন।

কাতারের দম্পত্তি সোমবার পূর্ব লন্ডনের স্টানস্টেড বিমানবন্দরে পৌঁছেন। ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস অব ওয়েলস ক্যাথারিন পশ্চিম লন্ডনের কেনসিংটন রাজ প্রাসাদে তাদের অভিনন্দন জানান।

কাতারের আমির ও তার স্ত্রীকে লন্ডনের মধ্যাঞ্চলে সুসজ্জিত অশ্বারোহী গার্ডের গার্ড অব অনার প্রদান শেষে রাজা চার্লস (৭৬) ও রানী ক্যামেলিয়ার (৭৭) সাথে সাক্ষাত করবেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement