২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ব্রিটেনের সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রেসকট মারা গেছেন

ব্রিটেনের সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রেসকট - ছবি : বাসস

ব্রিটেনের লেবার পার্টির সাবেক উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকট মারা গেছেন।

বৃহস্পতিবার তার পারিবারিক সূত্র এ খবর জানায়।

তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

জন প্রেসকট দীর্ঘ দিন ধরে আলঝেইমার রোগে ভূগছিলেন। বুধবার পরিবার ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে তার মৃত্যু হয়।

প্রেসকট সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মেয়াদকালে ব্রিটেনের উপ-প্রধানমন্ত্রী ছিলেন।

মৃত্যুর পর তার স্ত্রী পউলিন ও দুই ছেলে-জোনাথন ও ডেভিড এক বিবৃতিতে বলেন, ‘আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের বাবা লর্ড প্রেসকট গতরাতে মারা গেছেন।’

তারা আরো বলেছেন, কিংস্টনের ইস্ট হালের জনগণের প্রতিনিধিত্ব করতে পারাটা ছিল ‘বিশাল সম্মান।’ তিনি ছিলেন স্যার টনি ব্লেয়ারের অত্যন্ত ঘনিষ্ঠ। প্রেসকট দীর্ঘ ৪০ বছর ইস্ট হালের এমপি ছিলেন।

জন প্রেসকট জনগণের জীবন-যাত্রার মানোন্নয়ন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও পরিবেশ সুরক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তিনি দীর্ঘ দিন ব্রিটেনের উপ-প্রধানমন্ত্রী ছিলেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement