তুরস্কের প্রেসিডেন্ট ও সোমালি প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ জুলাই ২০২৪, ১৬:১১
তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান এবং সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ সোমবার দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তুর্কিয়ের যোগাযোগ অধিদফতর এ কথা জানিয়েছে।
যোগাযোগ অফিস এক্স-এ এক বিবৃতিতে বলেছে, ‘দুই নেতার বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান সোমালিয়ার আঞ্চলিক অখ-তা এবং ঐক্যের প্রতি তুর্কি যে গুরুত্ব দেয় তা প্রকাশ করেছেন।’
এরদোগান বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোমালিয়ার লড়াইয়ের প্রতি সমর্থন অব্যাহত থাকবে এবং তুর্কিয়ে সোমালিয়া ও ইথিওপিয়ার মধ্যে বিরোধ সমাধানে মধ্যস্থতার প্রচেষ্টা বজায় রাখবে।
১ জানুয়ারি সোমালিল্যান্ডের বিচ্ছিন্ন অঞ্চলের সাথে ইথিওপিয়া একটি বন্দর চুক্তি করার পর থেকে উভয়ের মধ্যে সম্পর্ক আরো খারাপ হয়েছে।
প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বিশেষ করে শক্তি ও প্রতিরক্ষা আরো অগ্রসর হবে। সূত্র : বাসস