ভোট দিয়ে যা বললেন এরদোগান
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ মে ২০২৩, ১৬:৩০, আপডেট: ১৪ মে ২০২৩, ১৬:৫৩
তুরস্কের পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন রজব তৈয়ব এরদোগান। রোববার ইস্তাম্বুল উস্কুদারের স্থানীয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় সাথে ছিলেন সহধর্মীনী আমেনা এরদোগান।
নিজের ভোট দেয়ার পর এরদোয়ান বলেন, কোনো সমস্যা ছাড়াই দেশজুড়ে ভোটগ্রহণ চলছে। অত্যন্ত আগ্রহ নিয়ে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকার মানুষও ভোট দিচ্ছে। সেখানেও কোনো সমস্যা নেই।
এরদোয়ান বলেন, আমি টার্কিশ গণতন্ত্র ও দেশের উজ্জ্বল ভবিষৎ কামনা করছি।
এ সময় তিনি সব নাগরিকদের কোনো ধরনের উদ্বেগ ছাড়াই ভোট দেয়ার আহ্বান জানান, তুরস্কের শক্তিশালী গণতন্ত্রের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ।
ভোটকেন্দ্রে এরদোগানকে স্বাগত জানান প্রেসিডেন্সির যোগাযোগ বিভাগের প্রধান ফখরুদ্দিন আলতাউনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা যায়, রজব তৈয়ব এরদোগান নিজ এলাকার সেফাত তেশবি স্কুল ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন। এ সময় ব্যালট বাক্সের সামনে সারিবদ্ধ হয়ে ভোট দেন এরদোগান ও তার স্ত্রী আমেনা এরদোগান।
উল্লেখ্য, তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
তুর্কিরা এক লাখ ৯১ হাজারেরও বেশি ব্যালট বক্সে ভোট দেবে। এর মাধ্যমে তারা আগামী পাঁচ বছরের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এদিন তারা ৬০০ সংসদ সদস্য নির্বাচন করবে।
সূত্র : আনাদুলু অ্যাজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা