তুরস্কে পৌঁছেছেন রাশিয়ার ল্যাভরভ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ এপ্রিল ২০২৩, ১৬:৪৭
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ একটি গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার তুরস্কে পৌঁছেছেন। ওই চুক্তি করে কৃষ্ণ সাগরে একটি নিরাপদ করিডোরের মাধ্যমে ইউক্রেনের বন্দর নগরী থেকে খাদ্য শস্য রফতানির অনুমতি দেয়। তুরস্কের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপির।
রাজধানী আঙ্কারায় ইফতারের সময় ল্যাভরভ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সাথে সাক্ষাত করেন।
খবরে বলা হয়, তুরস্কে কাভুসোগলুর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভের বক্তব্য দেওয়ার এবং প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের সাথে সাক্ষাত করার কথা রয়েছে।
ন্যাটো সদস্য দেশ তুরস্ক শান্তি আলোচনা ফের শুরু করতে রাশিয়া ও ইউক্রেন চাপ দিচ্ছে। কৃষ্ণ সাগরের প্রতিবেশি এ দুটি দেশের সাথে তুরস্কের ভাল সম্পর্ক রয়েছে।
এ সফরের প্রাক্কালে দেয়া এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘আন্তর্জাতিক পরিস্থিতির জটিলতা সত্ত্বেও প্রাথমিকভাবে রাশিয়া ও তুরস্কের রাষ্ট্রপ্রধানের পর্যায়ে তাদের রাজনৈতিক সংলাপ অব্যাহত রয়েছে।’
ল্যাভরভ তুরস্কের কর্মকর্তাদের সাথে খাদ্য শস্য রফতানি চুক্তি নিয়েও আলোচনা করবেন। ‘শুভেচ্ছার ইঙ্গিত হিসেবে আরো ৬০ দিনের জন্য’ এ চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। ল্যাভরভ গত জুনে সর্বশেষ তুরস্ক সফর করেন।
তুরস্ক মূল চুক্তি মেনে ১২০ দিনের মেয়াদ বাড়ানোর চাপ দিয়েছে।
ইউক্রেন বিশ্বের শীর্ষ শস্য উৎপাদনকারী দেশগুলোর একটি।
২০২২ সালের জুলাইয়ে আঙ্কারা এবং জাতিসংঘের মধ্যস্থতায় ২৫ মিলিয়ন টনেরও বেশি শস্য রফতানির অনুমতি দেয়া হয়। কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার খাদ্য ও সার রফতানির দ্বিতীয় চুক্তির বাস্তবায়ন চায় মস্কো।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারা মাঝেমধ্যেই টেলিফোনে কথা বলেন বা মুখোমুখি বৈঠক করে থাকেন।
গত বছর এ দু‘নেতা সোচি, তেহরান, সমরকান্দ ও আস্তানায় চারবার বৈঠক করেন।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা