তুরস্কে দ্বিতীয়বার ভূমিকম্প : ধ্বংসস্তুপের নিচে অনেকের আটকা পড়ার আশঙ্কা
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৬, আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৮
তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে আবারো ছুটে যাচ্ছে উদ্ধারকর্মীরা। স্থানীয় সময় সোমবার রাত ৮টায় ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত হেনেছে। এতে তিনজন নিহত হয়েছে। আহত দুই শতাধিক। আরো অনেকে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পটির কম্পন সিরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্বে আঘাত হানে। এর আগে প্রথমবার ৬ ফেব্রুয়ারি আঘাত হানা ভূমিকম্প উভয় দেশকে বিধ্বস্ত করেছিল।
সোমবারের ভূমিকম্পেও অনেক ভবন ভেঙে পড়েছে। স্থানীয় সময় সোমবার রাত ৮টা চার মিনিটে ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর তিন মিনিট পর আঘাত হানে পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্পটি।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু বলেন, নিহত তিনজন আনতাকিয়া, দেফনে ও সামানবাগের বাসিন্দা। এছাড়া আহত হয়েছে ২১৩ জন।
তিনি ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে কাউকে প্রবেশ করতে নিষেধ করেছেন।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা